- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৬, ২০২৪
পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে পেস অ্যাটাক দিয়ে উড়ইয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। আর শেষে কিনা সেই পাকিস্তানকেই ধরাশায়ী হতে হল স্পিনের ফাঁদে। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস বাংলাদেশের। এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে সব মিলিয়ে বাংলাদেশের এটা সপ্তম টেস্ট জয়। দেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পেছনে ব্যাট হাতে যেমন কৃতিত্ব মুশফিকুর রহমান, তেমনই বল হাতে শেষ দিনে জ্বলে উঠলেন দুই স্পিমনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
দলে কোনও স্বীকৃত স্পিনার না রেখে ৪ জোরে বোলার নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মহম্মদ আলিরা কোনও প্রভাবই ফেলতে পারেননি। পাকিস্তানের প্রথম ইনিংসে তোলা ৪৪৮/৬ (ডিঃ) রানের জবাবে বাংলাদেশ তোলে ৫৬৫। ১৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন মুশফিকুর রহমান। এছাড়া সাদমান ইসলাম (৯৩), লিটন দাস (৫৬), মেহেদি হাসান মিরাজরাও (৭৭) দুরন্ত ব্যাটিং করেন।
১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে পাকিস্তান তুলেছিল ১ উইকেটে ২৩। পঞ্চম দিন দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (১৪) তুলে নেন হাসান মাহমুদ। এরপর ২২ রান করে নাহিদ রানার বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন বাবর আজম। পরের ওভারে সাকিবের বলে স্টাম্পড সৌদ শাকিল (০)।
৬৭ রানে ৪ উইকেট হারিয়ে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছিল পাকিস্তান। শফিককে সঙ্গে নিয়ে রিজওয়ান ৩৬ বলে ৩৭ রানের জুটি গড়েন। সাকিবকে তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাদমানের হাতে ক্যাচ দেন শফিক (৩৭)। পরের ওভারেই মেহেদি হাসান মিরাজ ফেরান আগা সলমানকে (০)। রিজওয়ান একা লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ৫১ রান করে মেহেদি হাসানের বলে বোল্ড হন রিজওয়ান। পাকিস্তানের শেষ ব্যাটসম্যান মহম্মদ আলিকে (০) তুলে নেন মিরাজ। ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, যা টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন। বাংলাদেশের জিততে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। সহজেই দেশকে লক্ষ্যে পৌঁছে দেন জাকির হোসেন (অপরাজিত ১৫) ও সাদমান ইসলাম (অপরাজিত ৯)।
❤ Support Us