Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৬, ২০২২

স্মরণে রবীন্দ্র-নজরুল। মুখরিত বাংলাদেশ উপদূতাবাস চত্বর।

আরম্ভ ওয়েব ডেস্ক
স্মরণে রবীন্দ্র-নজরুল। মুখরিত বাংলাদেশ উপদূতাবাস চত্বর।

বিলম্বিত হলেও ১৫ মে, রবিবার, সন্ধ্যায়, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামকে সংহত অনুষ্ঠানে স্মরণ করল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। সঙ্গে ছিল বর্ষবরণের ভাবাবেগ । নতুন উপদূত আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে হাইকমিশনের কর্মীদের সমবেত গান, জনপ্রিয় গানের দল ভূমির সুরজিৎ-এর একাধিক পরিবেশনা আর ‘অগ্নিবীনা’র বহুকণ্ঠের সঙ্গীত ও একক আবৃত্তির বিস্তারে অন্যরকম হয়ে ওঠে অনুষ্ঠানের অভিমুখ।

 

দূতাবাসটির অনুষ্ঠানে এই প্রথম গাইলেন দরাজ কন্ঠের সুরজিৎ। সন্ধ্যায়ও বেজে উঠল বারান্দায় রোদ্দুর, একসঙ্গে নাচল বহু হাত । এককথায় মেজাজে আর অভিব্যক্তির ব্যঞ্জনায় অন্নরকম অনুষ্ঠান ।

 

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!