- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৪, ২০২৪
রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্ন মিউনিখকে হারাল বার্সিলোনা

চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের যেন রাজত্ব চলছে। আগের দিনই ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছিল রিয়েল মাদ্রিদ। আর বুধবার রাতে জ্বলে উঠলেন আরও এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে ৪–১ ব্যবধানে উড়িয়ে দিল বার্সিলোনা। দীর্ঘ ৯ বছর পর বায়ার্নের বিরুদ্ধে জয় তুলে নিল বার্সা।
২০১৪–১৫ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে শেষবার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয় পেয়েছিল বার্সিলোনা। কোচ বদলেছে, নতুন খেলোয়াড়ও এসেছে। তবুও ৯ বছর ধরে জয় তুলে নিতে পারেনি। অবশেষে দীর্ঘদিন পর জয়। তবে এই জয়ের পেছনে রাফানিয়ার পাশাপাশই বায়ার্নের প্রাক্তনীদের ভূমিকাও রয়েছে। বার্সিলোনার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক একসময় বায়ার্নের কোচ ছিলেন। আর এক গোলদাতা রবাট লেওয়ানডস্কিও একসময় বায়ার্নে খেলতেন।
তবে বার্সিলোনার জয়ের আসল কারিগড় রাফিনিয়া। ম্যাচের প্রথম মিনিটেই ফার্মিন লোপেজের পাস থেকে দারুণ গোল করে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। যদিও এই গোল খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বার্সা। ১৮ মিনিটে দুরন্ত ভলিতে গোল করে বায়ার্নকে সমতায় নিয়ে আসেন হ্যারি কেন। তার আগে ম্যাচের ৭ মিনিটে বার্সার জালে বল পাঠিয়েছিলেন ৩৮ বছর বয়সী ইংল্যান্ডের এই স্ট্রাইকার। অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
বায়ার্ন সমতা ফেরালেও ম্যাচের রাশ বার্সিলোনার হাতেই ছিল। মাঝমাঠে পেদ্রি, লেওয়ানডস্কি, আক্রমনভাগে রাফিনিয়া–ইয়ামালের জাদুতে দিশেহারা হয়ে পড়েছিল বায়ার্নের রক্ষণ। ৩৬ মিনিটে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে বার্সিলোনাকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রাফিনিয়া। ৫৬ মিনিটে ইয়ামালের পাস থেকে দুরন্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৪–১ ব্যবধানে পিছিয়ে পড়ে হাতের সব তাস ব্যবহার করেছিলেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। জামাল মুসিয়ালা থেকে শুরু করে কিংসলে কোমান, লেরয় সানে, লিওন গোরেৎস্কাদের মাঠে নামিয়েছেন। তাতেও কোনও কাজ হয়নি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে এটা বার্সিলোনার দ্বিতীয় জয়, আর বায়ার্নের দ্বিতীয় হার।
বার্সিলোনার জয়ের দিনে বড় ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। ৫–০ ব্যবধানে হারিয়েছে স্পার্টা প্রাগকে। অন্যম্যাচে, লাইপজিগকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৩–১ ব্যবধানে জয়ে পেয়েছে লিল। ইন্টার মিলান ১–০ ব্যবধানে হারিয়েছে ইয়ং বয়েজকে।
❤ Support Us