- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৯, ২০২৪
হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবি, তুরস্ক থেকে দেশে পাঠানো হল আরও এক ইজরায়েলি ফুটবলারকে
তুরস্কে খেলতে এসে আবার বিতর্কে ইজরায়েলের এক ফুটবলার। হামাসের হাতে বন্দী ইজরায়েলের মুক্তির জন্য সোশ্যাল মিডিয়ায় দাবি জানাতেই এডেন কারজেভ নামে ওই ফুটবলারকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
গত বছর জানুয়ারিতে ইজরায়েলের ম্যাকাবি নেতানিয়া ক্লাব থেকে এডেন কারজেভকে সি করিয়েছিল তুরস্কের প্রথম ডিভিশনের ক্লাব বাশাকশেহির। তিনি তুরস্কে খেলার সময় সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ‘গাজায় ফিলিস্তিনি গেরিলা সংগঠন হামাসের হাতে অনেক ইজরায়েলি বন্দী রয়েছে। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। তাঁদের এখনই ঘরে ফেরাতে হবে।’
সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়ার পর এডেন কারজেভের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে বাশাকশেহির। কারজেভ আবার ওই ধরণের পোস্ট করেন। ক্লাবের শৃঙ্খলাভঙ্গ করার জন্য কারজেভের জরিমানা করা হয়। বাশাখশেহির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শৃঙ্খলাভঙ্গ করার জন্য ক্লাবের বিধি অনুযায়ী কারজেভের জরিমানা করা হয়েছে। ওকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ম্যাকাবি তেল আবিবের হয়ে খেলবে। আপাতত লোনে পাঠানো হয়েছে। ওর সঙ্গে স্থায়ী চুক্তিও করতে পারে।’
বাশাকশেহির ক্লাবের সঙ্গে সম্পর্ক আছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরডোয়ানের। ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট গোকসেল গুমুসদাগ এরডোয়ানের আত্মীয়। তিনি যে ইজরায়েলি ফুটবলারদের তুরস্কে বসে ফিলিস্তিনিদের বিপক্ষে কোনও মন্তব্য মেনে নেবেন না, এটা পরিস্কার। কয়েকদিন আগেই তুরস্কের সুপার লিগে ইজরায়েল–হামাস যুদ্ধের বার্তা প্রদর্শন করায় গ্রেপ্তার হয়েছিলেন ইজরায়েলের আর এক ফুটবলার সাগিব জেহেসকেল। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। তিনি দেশে ফিরে গেছেন।
❤ Support Us