Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৫, ২০২৫

১০ জনে খেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় বায়ার্নের, রিয়েলের ‘‌কোর্তায়া’‌ দেওয়াল ভেঙে জিতল লিভারপুল

আরম্ভ ওয়েব ডেস্ক
১০ জনে খেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় বায়ার্নের, রিয়েলের ‘‌কোর্তায়া’‌ দেওয়াল ভেঙে জিতল লিভারপুল

রিয়েল মাদ্রিদের তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য থিবো কোর্তোয়া। একের পর এক গোল বাঁচিয়েই চলেছেন। তবুও শেষরক্ষা হল না। ম্যাচের ৬১ মিনিটে ভেঙে গেল কোর্তোয়ার দেওয়াল। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যালেক্সিজ ম্যাক–অ্যালিস্টারের করা গোলে রিয়েল মাদ্রিদকে হারাল লিভারপুল। অন্যম্যাচে, বায়ার্ন মিউনিখ ২–১ ব্যবধানে হারিয়েছে পিএসজি–কে। দ্বিতীয়ার্ধে দশজনে খেলেও টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড বায়ার্নের।

ঘরের মাঠে দর্শক সমর্থন নিয়ে দুর্দান্ত শুরু করেছিল লিভারপুল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিল রিয়েল রক্ষণে। বেশ কয়েকটা সুযোগ তৈরি করে। কিন্তু রিয়েল গোলকিপার কোর্তোয়ার হাতে যাবতীয় আক্রমণ আটকে যায়। ২৭ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের সেন্টার রিয়েলের বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে যান সোবোসলাই। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় পা দিয়ে আটকান কোর্তোয়া। প্রথমার্ধে চার–চারটি নিশ্চিত গোল বাঁচান রিয়েল গোলকিপার। প্রথমার্ধে রিয়েলের পক্ষে বলার মতো একটাই আক্রমণ। শেষদিকে জুড বেলিংহামের শট আটকে দেন লিভারপুলের গোলকিপার জর্জিও মামারদাশভিলি।

অবশেষে ৬১ মিনিটে প্রতিরোধ ভেঙে যায় কোর্তোয়ার। আর সেটা জুড বেলিংহামের ভুলে। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ফাউল করেন বেলিংহাম। ডানদিকে ফ্রিকিক পায় লিভারপুল। সোবোসলাইয়ের ফ্রিকেক থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক–অ্যালিস্টার। গোলের আগে লড়াইটা ছিল কোর্তোয়ার সঙ্গে লিভারপুলের। দুই অর্ধ মিলিয়ে গোটা দশেক দুর্দান্ত সেব করেছেন। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ৮৬ মিনিটে ডানদিক থেকে মহম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে নেওয়া তাঁর শট আটকান কোর্তোয়া। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ টেবিলে পাঁচে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুল।

এদিকে, অন্যম্যাচে পিএসজি–কে ২–১ ব্যবধানে হারিয়ে ইউরোপের ক্লাব হিসেবে টানা জয়ের রেকর্ড উন্নত করল বায়ার্ন মিউনিখ। এই নিয়ে টানা ১৬টি ম্যাচে জয় পেল জার্মানির এই ক্লাবটি। তাও আবের দ্বিতীয়ার্ধের পুরো সময় ১০ জনে খেলে। আর এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পরাজয়ের মুখ দেখতে হল গতবারের চ্যাম্পিয়ন পিএসজি–কে।

ম্যাচের ৪ মিনিটেই বায়ার্নকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুই দিয়াজ। ৩২ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান দিয়াজ। আশরাফ হাকিমিকে মারাত্মক ফাউল করেন। হাঁটুতে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মরোক্কান তারকা হাকিমি। দিয়াজকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে দিয়াজকে লাল কার্ড দেখান।

দ্বিতীয়ার্ধের পুরো সময় বায়ার্ন একজন কম ফুটবলার নিয়ে খেললে সুবিধা কাজে লাগাতে পারেনি লুই এনরিকের পিএসজি। ম্যাচের ৭৪ মিনিটে জোয়াও নেভেস বাইসাইকেল ভলিতে ব্যবধান কমালেও হার স্বীকার করতে হয়। অফ সাইডের কারণে প্রথমার্ধে পিএসজি–র ওসমান ডেম্বেলের একটা গোল বাতিল হয়। চোটের কারণে ২৫ মিনিটেই মাঠ ছাড়েন ফরাসি তারকা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বে শীর্ষে বায়ার্ন। ৯ পয়েন্ট নিয়ে তিনে পিএসজি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!