Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নির্বাচক কমিটির চেয়ারম্যান বেছে নিতে চায় বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নির্বাচক কমিটির চেয়ারম্যান বেছে নিতে চায় বোর্ড

দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের জাতীয় সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ ফাঁকা। চেতন শর্মা ইস্তফা দেওয়ার তাঁর জায়গায় কাউকে নিয়োগ করা হয়নি। অস্থায়ীভাবে নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন শিবসুন্দর দাস। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন চেয়ারম্যান নিয়োগ করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। চেয়ারম্যান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

৪ মাস আগে জি নিউজের স্টিং অপারেশনের সামনে জাতীয় দলের গোপন তথ্য ফাঁস করেছিলেন চেতন শর্মা। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের সম্পর্কে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এরপর জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন চেতন শর্মা। তাঁর পদত্যাগের পর অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব সামলান নির্বাচক কমিটির অন্যতম সদস্য শিবসুন্দর দাস। জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। তার আগেই নির্বাচক কমিটির চেয়ারম্যান নিয়োগ করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাচক কমিটির চেয়ারম্যান পদের জন্য যে মানদণ্ড দেওয়া হয়েছে, তা হল, আবেদনকারীকে দেশের হয়ে ন্যূনতম ৭ টি টেস্ট ম্যাচ কিংবা ১০ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। অথবা ৩০ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে। এছাড়া, কমপক্ষে ৫ বছর আগে অবসর নেওয়া ক্রিকেটাররা আবেদন করতে পারবেন। কোনও প্রাক্তন ক্রিকেটার যদি মোট ৫ বছর যে কোনও ক্রিকেট কমিটির সদস্য হিসেবে কাজ করেন,তিনি আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের পরই নতুন চেয়ারম্যান বেছে নেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!