Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৯, ২০২৪

সামি রেখেই সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার দল গড়ল বাংলা, নেতৃত্বে সুদীপ ঘরামি

আরম্ভ ওয়েব ডেস্ক
সামি রেখেই সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার দল গড়ল বাংলা, নেতৃত্বে সুদীপ ঘরামি

রনজি ট্রফির মাঝেই অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতা। ২৩ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু। এই প্রতিযোগিতার জন্য ঘোষিত হল বাংলা দল। বাংলা দলে চমক মহম্মদ সামি। দলকে নেতৃত্ব দেবেন সুদীপ ঘরামি। মূলত তরুণদের নিয়েই দল গড়া হয়েছে।
সোমবার দল নির্বাচনে বসেছিল বাংলার নতুন নির্বাচক কমিটি। ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদারের মতো সিনিয়ররা আগেই জানিয়েছিলেন তাঁর সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় খেলবেন না। তাই তাঁদের বিবেচনা করা হয়নি। চোট সারিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নেমেছেন মহম্মদ সামি। বাংলার হয়ে একটা রনজি ম্যাচও খেলেছেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে আরও ম্যাচ প্র‌্যাকটিস পেতে চাইছেন সামি। তাই বাংলার হয়ে মাঠে নামছেন। তিনিই বাংলার বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন।
ঘোষিত দলে সুযোগ পেয়েছেন:‌ সুদীপ ঘরামি (অধিনায়ক), মহম্মদ সামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার)‌, সুদীপ চ্যাটার্জি, শাহবাজ আমেদ, করণলাল, ঋত্বিক চ্যাটার্জি, ঋত্বিক রায় চৌধুরি, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার)‌, রণজোত সিং খাইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরি, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সূরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কনিষ্ক শেঠ, সৌম্যদীপ মন্ডল।
গ্রুপ ‘‌এ’‌–তে বাংলার সঙ্গে রয়েছে পাঞ্জাব, মেঘালয়, হায়দরাবাদ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, মিজোরাম। ২৩ নভেম্বর শনিবার রাজকোটে পাঞ্জাবের বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলা। বাংলার পরের ম্যাচ ২৫ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!