Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ১৭, ২০২১

মমতা: এবার থেকে ১ জানুয়ারি রাজ্যে ‘পড়ুয়া দিবস’। সেদিনই ১০,০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

মমতা: এবার থেকে ১ জানুয়ারি রাজ্যে ‘পড়ুয়া দিবস’। সেদিনই ১০,০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

প্রতি বছর ১ জানুয়ারি রাজ্যে পড়ুয়া দিবস পালন করা হবে। বুধবার উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসেরও প্রতিষ্ঠা দিবস।মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ আমাদের ক্যালেন্ডারে পয়লা জানুয়ারি যদিও ছুটির দিন। বাংলায় একটি স্টুডেন্টস ডে হওয়া উচিত। যুব দিবস যেমন করা হয়, কন্যাশ্রী দিবস করা হয়। ১৪ অগস্ট পালিত হয় খেলা দিবস। তেমনভাবে ১ জানুয়ারি রাজ্যে স্টুডেন্টস ডে পালন করা হবে। পয়লা জানুয়ারি ছুটি থাকলেও এবার শিক্ষা দফতরকে বলব, তোমরা ২০ ডিসেম্বর যেটা করছ, ১ জানুয়ারি একইরকম একটা করে দাও। পড়ুয়াদের দিন হবে ১ জানুয়ারি। আর এটা আমরা প্রত্যেকে পড়ুয়ার কাছে পৌঁছে দেব। পড়ুয়ারাই হল ভবিষ্যত্‍। তাই ১ জানুয়ারি আমরা পড়ুয়াদের উত্স্র্গ করছি।’  আগামী ২০ ডিসেম্বরের মতো সেদিনও  ১০,০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার জন্য পরিকল্পনা করতে বললেন মমতা।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, আগামী ২০ ডিসেম্বর রাজ্যে একটি মেলার আয়োজন করা হবে। ১০,০০০ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’। সেই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে মমতা প্রস্তাব দেন, তিন মাস অন্তর যেন সেইরকম মেলা করা হয়। পরে অবশ্য ১৫-২০ দিন অন্তর মেলা করার পরামর্শ দেন মমতা।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!