- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৪, ২০২৪
ময়নাগুড়ির তর্ক সভায় শেষ মুহূর্তে অনুপস্থিত, অভিষেকের চ্যালেঞ্জ নিয়েও এলনা বিজেপি
ময়নাগুড়ির সভা থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । ১০ মার্চ, রবিবার ব্রিগেডের ময়দানে, লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় যে প্রত্যয় নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে ছিলেন অভিষেক, সেই অবস্থান থেকেই রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে আবারও সরব হলেন তিনি । পাশাপাশি তাঁর মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জে, শেষ মুহুর্তে গেরুয়া শিবিরের অনুপস্থিতি নিয়েও এদিনের মঞ্চ থেকে তাদের বিঁধলেন ।
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক লিখেছিলেন, ‘মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে । আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র । আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি ।’ পাল্টা পোস্টে কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞাপন দিয়ে রাজ্য বিজেপির তরফে লেখা হয়, ‘আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান । আমরা যুব মোর্চার কোনও এক জন কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য । আপাতত এটা পড়ে নিন ।’ সেটিই রিপোস্ট করে অভিষেক লেখেন, ‘আজ বিকেল ৩টের সময় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে । দয়া করে মনরেগা ও আবাস যোজনার শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসবেন । দেখা হবে ।’ কিন্তু শেষমেশ সেই রণে ভঙ্গ দেয় রাজ্য বিজেপি, তাদের তরফে বলা হয়, ‘যুবমোর্চার নেতারা ভেবে দেখেছেন, আপনার মতো দুর্নীতিগ্রস্তের পাশে এক ফ্রেমে দাঁড়ানো ঠিক হবে না । আমাদের নেতারা নিজের চেষ্টায় বড় হওয়া । আপনার মতো পরিবারতন্ত্রের প্রতিনিধি নন। তাই তাঁদের আত্মসম্মান রয়েছে । পাশাপাশি, আমরাও তৃণমূলের কাছে থেকে দুর্নীতির কোনও শ্বেতপত্র চাই না।’ এই পোস্টের সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কিছু সংবাদের ‘লিঙ্ক’ দেয় বিজেপি ।
Our Yuva Morcha karyakartas think it is demeaning for them to stand in the same frame with someone as corrupt as you. Our karyakartas are self made, unlike a dynast like you, so have lots of self respect. Besides, we don’t need a White Paper on TMC’s corruption.
You need to… https://t.co/XmcewcWLVx
— BJP West Bengal (@BJP4Bengal) March 14, 2024
ময়নাগুড়িতে সভার শুরুতেই অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম । দুটো পোডিয়াম রেখেছিলাম। তর্ক হবে বলে । বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন ।’ এর পরে মঞ্চ থেকে তিনি প্রশ্ন করেন, তাদের কেউ কী এসেছেন ? এরপরই সভামঞ্চ থেকে তিনি দলীয় প্রচার বলেন, ‘২০২৪-এ নিজের অধিকার সামনে রেখে ভোট দিন। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নির্দল যাকে খুশি দিন । নিজের অধিকারটা বুঝে নিতে ভোট দিন ।’ একইসঙ্গে অভিষেকের বার্তা, ‘যাকে ভোট দেবেন পরিষেবার গ্যারান্টিও তাঁর থেকেই বুঝে নিতে হবে । বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলা যাবে না আবাসের টাকা কোথায় ? আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে আপনারা যদি এবার বিজেপির ভাঁওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোটে দেন । তাহলে গ্যারান্টি মোদিজীর থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সঙ্গে থাকেন, যেখানে যা পরিষেবা লাগবে জল, কল, রাস্তা যা লাগবে আমি নিজে পৌঁছে দেব। আমি দায়িত্ব নিচ্ছি ।’
একইসঙ্গে অভিষেকের বার্তা, তিনি এক কথার ছেলে। এই লড়াইয়ে তৃণমূলের পাশে থাকলে, তিনিও তাঁর কথা রাখবেন। এ প্রসঙ্গে ধূপগুড়ি মহকুমার কথা তুলে আনেন তিনি। বলে কথা দিয়েছিলেন, ধূপগুড়ি মহকুমা হবে, করেছেন। ধূপগুড়ির গ্রামীণ হাসপাতাল এবার ১০০ বেডের মহকুমা হাসপাতাল হতে চলেছে ।
❤ Support Us