- দে । শ
- অক্টোবর ৯, ২০২৩
বিজেপি রাজস্থান-সহ তিন রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করল, তালিকায় নাম নেই বসুন্ধরার

রাজস্থানের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ্যে সিন্ধিয়ার। সম্প্রতি রাজস্থানের বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়, বলা যায় অনেকটাই খারাপ। প্রথম প্রকাশিত প্রার্থী তালিকা থেকে নাম বাদ দিয়ে রাজস্থান বিজেপি তাঁকে একটি বার্তা দিল বলেই রাজনৈতিক মহলের অনুমান। সোমবারই জাতীয় নির্বাচন কমিশন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে। এদিকে সোমবারই এই পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রাজস্থানের প্রথম তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার।
সোমবার বিজেপি রাজস্থান ছাড়াও ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২০০ বিধানসভা আসনের মধ্যে রাজস্থানে ১৭৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যদিও প্রথম দফার তালিকায় ঠাঁই হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বসুন্ধরার। তবে জয়পুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে। সব মিলিয়ে রাজস্থান বিধানসভায় প্রার্থী করা হয়েছে ৬ সাংসদকে।
তবে ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বুধনি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। ৯০ বিধানসভা আসন বিশিষ্ট ছত্তিশগড়ে ৬৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে নরেন্দ্র মোদির দল। ছত্তিশগড়ে তিনজন সাংসদকে প্রার্থী করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সাংবাদিক সম্মেলনে পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানা গিয়েছে, ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের ক্ষমতা দখলের লড়াই, যাকে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল বলা হচ্ছে। ওই দিনই ছত্তিশগড় ও মিজোরামে নির্বাচন হবে। এক দফাতেই উত্তর-পূর্বের রাজ্যটির নির্বাচন হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে ছত্তিশগড়ের দুই দফায় ভোট হবে। সেরাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর। রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা- এই তিন রাজ্যে এক দফাতেই ভোট করানো হবে বলে জানিয়েছে কমিশন।
১৭ নভেম্বর শুরু হবে মধ্যপ্রদেশের ভোটগ্রহণ। রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। সবশেষে নির্বাচন হবে তেলেঙ্গানায়। ৩০ নভেম্বর সেরাজ্যে ভোট হবে। আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। অক্টোবর মাসের শেষদিক থেকেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। এছাড়াও নাগাল্যান্ডের একটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৭ নভেম্বর। এদিন পাঁচ রাজ্যে ভোট ঘোষণার পর রাহুল গান্ধি বলেছেন, “কংগ্রেস পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যের ক্ষমতায় আসছে। রাজস্থানে অশোক গেহলট স্বাস্থ্য ক্ষেত্রে খুব ভালো কাজ করেছেন। মধ্যপ্রদেশ বিজেপির হাত ছাড়া হচ্ছে।”
❤ Support Us