Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১২, ২০২২

তাজের জমি জয়পুর রাজ পরিবারের সম্পত্তি—দাবি বিজেপি সাংসদের ।

আরম্ভ ওয়েব ডেস্ক
তাজের জমি জয়পুর রাজ পরিবারের সম্পত্তি—দাবি বিজেপি সাংসদের ।

তাজমহলের জমি জয়পুর রাজপরিবারের সম্পত্তি । মুঘল সম্রাট শাহজাহান এ জমি দখল করেই তাজ নির্মাণ করিয়েছিলেন । বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য দিয়াকুমারী। দুদিন আগেই বিশ্বের আরেক আশ্চর্য স্মৃতিসৌধের রুদ্ধ কক্ষ খুলে দেবার দাবিতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন পেশ করেছেন বিজেপির মিডিয়া ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা রজনীশ সিং। তাঁর এ আর্জির পরিপ্রেক্ষিতে দিয়া সিং বলেছেন, আমি আনন্দিত তাজমহলের রুদ্ধ কক্ষের দরজা খুলে দেবার দাবি উঠছে। দরজাটি খুলে দিলে বহু অজনা তথ্য সত্য বের হয়ে আসবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!