Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৩

মমতার ২১ জুলাই-র সভাস্থল ভিক্টোরিয়া হাউসের সামনে শুভেন্দুর সভার ডাক, অনুমতি দেবে শাসক দল ?

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতার ২১ জুলাই-র সভাস্থল ভিক্টোরিয়া হাউসের সামনে শুভেন্দুর সভার ডাক, অনুমতি দেবে শাসক দল ?

মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ করেন, সেখানে এবার তাঁরই প্রাক্তন সেনাপতি, বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাবেশ করতে চলেছেন। রবিবার বিজেপির কোর কমিটির বৈঠকে বঞ্চিতদের নিয়ে সমাবেশের শুভেন্দুর এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ত্ব সিদ্ধান্ত নিয়েছেন, এই সমাবেশ আগামী ২৯ নভেম্বর কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা যেখানে শহিদ দিবসের সমাবেশ করেন, সেখানেই হবে। বিজেপির কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২৯ নভেম্বরের ওই সভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি আসবেন। চেষ্টা করা হচ্ছে যাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহকেও এই সভায় আনা যায়। তবে এই সমাবেশের অনুমতি শেষ পর্যন্ত রাজ্যের শাসক দল ও কলকাতা পুলিশ দেয় কি না সেটাই দেখার।

লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজ্যের দুই যুযুধান দল তৃণমূল ও বিজেপি রাজনৈতিক ভাবে পরস্পরের প্রতি বিরোধিতার মাত্রা বাড়াচ্ছে, ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের  সমাবেশস্থলে বিজেপির সমাবেশ করার সিদ্ধান্ত সেটাই জানান দিচ্ছে। তবে এর আগে বামপন্থী ছাত্রযুবদের ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি দেয়নি রাজ্যের শাসক দল তথা কলকাতা পুলিশ। এবার দেখার শুভেন্দুর ডাকে ২৯ নভেম্বরের বঞ্চিতদের নিয়ে প্রস্তাবিত সভা ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্যের শাসক দল তথা কলকাতা পুলিশ হতে দেয় কি না।

আমরা দেখেছি ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য দিল্লিতে এবং রাজভবনের সামনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন। রাজ্যপাল শেষ পর্যন্ত রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে অভিষেকে সেই আলোচনা হয়েছে জানানোর পর অভিষেক রাজভবনের সামনের অবস্থান তুলে নেন। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে মেল করেন। তবে অভিষেক অবস্থান তুলে নেওয়ার সময় বলেন, ৩০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রকে সময় দেওয়া হল। এর মধ্যে কেন্দ্র রাজ্যের ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা না দিলে মমতা বন্দ্যোপাধ্যায় একই জায়গায় আন্দোলনে বসবেন। সোমবার সেই সময়সীমা শেষ হচ্ছে।

এদিকে অভিষেক যখন রাজভবনের সামনে রাজ্যের বকেয়া আদায়ের জন্য অবস্থানে বসেছেন তখন শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, তিনিও রাজ্যের বহু যোগ্য মানুষ যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাননি, সেই ‘বঞ্চিত’ মানুষদের নিয়েই কলকাতায় বড় সমাবেশ করবেন। রবিবার বিজেপির কোর কমিটির বৈঠকে সেই সমাবেশ চূড়ান্ত হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!