- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৭, ২০২৩
চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে আবারও এক ভোটে জয়ী হল বিজেপি, ভোট দানে বিরত থাকল কংগ্রেস ও শিরোমণি অকালি দল

চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জিতল বিজেপি। বিজেপি প্রার্থী অনুপ গুপ্তা মাত্র ১ ভোটে আম আদমি পার্টির জসবির সিংকে পরাস্ত করলেন। কঠিন লড়াই জিতে স্বাভাবিক কারণেই খুশির হাওয়া পদ্মফুল শিবিরে। অনুপ গুপ্তা তাঁর পার্টি নেতৃত্বকে মেয়র পদে মনোনীত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, গতবারের নির্বাচনে অনুপ্ত গুপ্তাই হয়েছিলেন ডেপুটি মেয়র।
এদিন সকাল ১১ টা থেকে শুরু হয় ভোট গণনা। ২৯ টি ভোট পড়েছিল বলে খবর । যার মধ্যে মেয়র পদে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ছিল ১৫ টি ভোট। আপ দলের জসবির সিং পান ১৪ টি ভোট আর বিজেপি দলের অনুপ গুপ্ত পান ১৫ টি ভোট। স্থানীয় সংবাদ সূত্রে খবর, বিজেপি একজন সাংসদের ভোট এই নির্বাচনে নির্ণায়ক ভোটটি দিয়েছেন। কংগ্রেস ও শিরোমণি অকালি দল ভোট দানে বিরত ছিল।
মেয়র নির্বাচনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল বিজেপি আর আম আদমি পার্টি। দুদলেরই পুরসসদস্যের সংখ্যা ১৪ + ১৪। কংগ্রেসের কুল্লে ছিল ৬। কংগ্রেস নীরব দর্শক। দেশের শাসক গোষ্ঠীর ইঙ্গিতে ঘোড়া কেনার বেআইনি রেওয়াজ চণ্ডীগড়েও জুড়ে বসতে পারে বলে অনুমান করা হচ্ছিল। শোনা গিয়েছিল, আপ আর বিজেপি তাদের পুরসদস্যদের চণ্ডীগড়ের বাইরে কোথাও সরিয়ে রেখেছে। সাংসদ কিরণ খের এবং শিরোমণি অকালি দলের একজন সদস্যর ভোট খুবই গুরুত্বপূর্ণ- বলেছিলেন চণ্ডীগড়ের আপ প্রেসিডেণ্ট প্রেম গার্গ। আগের ভোটে একই রকমের ঝুলন্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে মাত্র ১ ভোটের ব্যবধানে বিজেপির মেয়র নির্বাচিত হন।
এবার কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর প্রার্থী মনোনীত হয়েছিলেন অনুপ গুপ্ত আর আম আদমির জসবির সিং। প্রবল প্রতিদ্বন্দ্বিতা। সকাল থেকে প্রস্তুত ছিল দুপক্ষ। বিজেপির প্রভাব ভেদ করে ঢুকে পড়েছিল আম আদমি পার্টি। কংগ্রেসও ময়দানে নেই। লড়াইটা তাই ছিল প্রধানত বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে। উত্তর পশ্চিম ভারতে আপ প্রভাব বিস্তারের প্রবল চেষ্টা করছে। দেশের দক্ষিণে তারা নেই। নেই বিহার থেকে ওড়িশা হয়ে মিজোরাম পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যে। শিলচর ও গুয়াহাটিতে সর্বশেষ পুর নির্বাচনে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়ে সুবিধা করতে পারেনি। গুয়াহাটিতে একটি-দুটি আসন পেয়েছে। শিলচরে শূন্য। অতএব দিল্লি -পাঞ্জাব ছাড়া, অদূর ভবিষ্যতে কোথাও জমি মিলবে না কেজরিওয়ালদের। তাই চন্ডীগড় জিততে মরিয়া ছিল আপ। কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বিতার পরও চণ্ডীগড়ের পুরসভার মেয়র পদ তাদের হাতছাড়াই রইল।
❤ Support Us