- এই মুহূর্তে
- জুন ২৭, ২০২২
কলকাতায় ত্রেচাকায় এবার রঙ বদল । মুম্বাইয়ে মহিলাদের জন্য বিশেষ অটো ।

হলুদ-সবুজ আর থাকছে না। নীল-সাদা রঙ ছড়াবে অটো। দু-একদিনের মধ্যেই নতুন নীতি ঘোষণা করবে পরিবহণ দফতর । আজ এ বিষয়ে বৈঠক হয় । বৈঠকে সাড়া দিয়েছে বিভিন্ন অটো ইউনিয়ন।
কিন্তু কেন সহসা অটোর গায়ের রঙের এই বদল?পরিবহণ দফতর জানিয়েছে, একই পারমিট নিয়ে অটো চলে কলকাতা শহর এবং শহরতলিতেও। এই রঙ বদলেরর হলে দু’জায়গায় দু’রঙের অটো চলবে। জেলা ও শহরতলিতে অটোর রঙ সবুজ-হলুদ বা হলুদ-কালোই থাকবে। কলকাতা শহরের অটোর রঙ হয়ে যাবে নীল-সাদা।
ভারতের বহু শহরে নানা রঙের অটো চলে। দিল্লির অটোর রঙ সবুজ-হলুদ । চেন্নাইয়ের হলুদ আর মুম্বই কালো-হলুদ। মুম্বইয়ে মহিলাদের জন্য বিশেষ অটো চালু করার কথা ভাবা হচ্ছে এর রঙ হবে সম্পূর্ণ কলকাতায় ত্রেচাকায় এবার রঙ বদল । মুম্বইয়ে মহিলাদের জন্য বিশেষ অটো চালু করার কথা ভাবা হচ্ছে এর রঙ হবে সম্পূর্ণ আলাদা।
❤ Support Us