- দে । শ
- মে ১৩, ২০২২
আপাতত স্বস্তি বউবাজারে! পুরোপুরি বন্ধ মেট্রো সুড়ঙ্গের জল বেরনো: মেট্রো কর্তৃপক্ষ ।

সুড়ঙ্গের সমস্ত লিকেজ বন্ধ করা সম্ভব হয়েছে । ফলে নতুন করে আর কোনও বাড়িতে ফাটল দেখা যাবে না। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা। যদিও এখনও আতঙ্কে রয়েছে বউবাজারের বাসিন্দারা। অনেকেই রাতারাতি বাড়িছাড়া। আবার ফিরেছে ২০১৯ সালের ভয়াবহ স্মৃতি।
মেট্রো কর্তৃপক্ষের কথায়, যে ১১টি গর্ত থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছিল তা গ্রাউটিং করে পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে । আপাতত স্বস্তি ফিরল বউবাজারে । মেট্রো সুড়ঙ্গে পুরোপুরি বন্ধ হয়েছে জল বেরনো। নতুন করে আর ফাটল চওড়া হওয়ার সম্ভাবনা নেই বলেই অনুমান করছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা। আজ, শুক্রবার সকাল থেকেই এই জল বেরনো পুরোপুরি বন্ধ হয়েছে বলে জানাচ্ছে কেএমআরসিএল। তবে জল বেরনো বন্ধ হয়ে যাওয়ার মানেই গ্রাউটিং বন্ধ করে দেওয়া হবে এমনটাও নয়। এক্সটেনসিভ গ্রাউটিংয়ের কাজ আপাতত চলবেই।
অন্যদিকে, আরও একটি স্বস্তির খবর, সুড়ঙ্গের নীচের অংশে বন্ধ হয়েছে মাটির সরে যাওয়াও। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে মিটার। যার মাধ্যমে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। ফলে সেটেলমেন্ট হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।২০১৯ সালের বিপর্যয়ের পর আবার একবার বউবাজারে মেট্রোর সুড়ঙ্গে এই জল চুঁইয়ে পড়েই বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। টানেল বোরিং মেশিন বার করার পর প্রায় ৩৩.৩ মিটার নীচ থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছিল। মাটির নীচের প্রায় ৩৮ মিটার অংশের মধ্যে থেকে ৯ মিটার অংশে এই সমস্যা দেখা দিয়েছিল। এই অংশ মূলত এসপ্ল্যানেডের দিকে উঠছে।
চণ্ডী নামে যে টানেল বোরিং মেশিন খারাপ হয়েছিল সেই অংশেই ফের জল চুঁইয়ে পড়ে এই বিপর্যয় ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। গত কয়েকদিনে বৃষ্টিপাতের কারণে ভূগর্ভস্থ জলের লেবেল বেড়ে যায়। ফলে আরও বেশি করে জল ঢুকতে শুরু করেছে বলে মনে করছেন মেট্রো ইঞ্জিনিয়াররা।
জানা গিয়েছে, এই মুহূর্তে ভূগর্ভ থেকে ৩১.৮ মিটার নীচে রয়েছে মেট্রোর এই টানেল। যার ব্যাস ৬.৮ মিটার। সেখান থেকেই ক্রমশ জল উঠছিল। কারণ বইবাজারের এই দুর্গা পিতুরি লেন এবং স্যাঁকরা পাড়া লেন সহ গোটা এলাকা জুড়ে রয়েছে অ্যাকুইফার বা জলস্তর। সেখানে মেট্রো টানেলের দুটি মুখের অংশের প্রায় ৯ মিটার জুড়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই প্রকল্পে। এটি জোড়া হবে কংক্রিট বক্স জয়েন্ট করে ৷ আর এই বক্স জয়েন্ট করতে গিয়েই বিপত্তি ঘটেছিল ২০১৯ সালে। এবারও সেই ভুলেরই পুনরাবৃত্তি। কংক্রিটের কাজ করতে গিয়েই প্রায় ৫ মিটার খোঁড়া হয়েছে ৷ আর সেখান দিয়েই ক্রমাগত জল ঢুকতে শুরু করে দিয়েছে ৷ এই জল ঢোকা বন্ধ করতে গিয়েই গ্রাউটিং করা হচ্ছে।
❤ Support Us