Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৮, ২০২৩

‘‌পেলে’‌ ‌এবার বিশেষণ হিসেবে ব্রাজিলের অভিধানে

আরম্ভ ওয়েব ডেস্ক
‘‌পেলে’‌ ‌এবার বিশেষণ হিসেবে ব্রাজিলের অভিধানে

এবার ব্রাজিলের ‘‌ডিকশনারিতে’‌ জায়গা পেয়ে গেলেন ‌পেলে। ‘‌পেলে’‌ শব্দটা বিশেষণ হিসেবে যুক্ত করা হয়েছে ব্রাজিলের সবথেকে জনপ্রিয় অভিধান ‘‌মাইকেলিস’‌–এ। ব্যতিক্রমী, অতুলনীয়, অনন্য হিসেবে বর্ণনা করার সময় ‘‌পেলে’‌ শব্দ ব্যবহার করা যাবে। এমনই জানিয়েছেন ব্রাজিলের সবথেকে জনপ্রিয় অভিধানের প্রকাশক।

ব্রাজিলের সবথেকে জনপ্রিয় অভিধান মাইকেলিস। সাও পাওলো থেকে প্রকাশিত হয়। এই অভিধানের প্রকাশনা সংস্থার পক্ষ থেকে সাড়ে ১২ লক্ষ বেশি মানুষের সই সংগ্রহ করা হয়েছে ফুটবল সম্রাট পেলেকে সম্মান জানাতে। মাইকেলিস অভিধানের শুরুতেই লেখা হয়েছে, ‘‌যে অসাধারণ বা যাকে তার গুনমান বা শ্রেষ্ঠত্বের কারণে কোনও কিছু বা কারও সাথে মেলানো যায় না,  ঠিক পেলের মতো। এডসন অ্যারেন্টোস ডো নাসিমিনটোর ডাক নাম। যাকে সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা হয়, ব্যতিক্রমী, অতুলনীয় এবং অনন্য। উদাহরণ:‌ তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ব্রাজিলের থিয়েটারের পেলে, তিনি ওষুধের পেলে।’‌

‘‌মাইকেলিস’‌ অভিধানের প্রকাশকদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে পেলের ফাউন্ডেশন স্যান্টোস এফসি। এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌পেলে শব্দটা আগে থেকেই কোনও কিছুকে সেরা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছিল, তা অভিধানের পাতায় জায়গা পেয়েছে। আমরা একসাথে ইতিহাস তৈরি করেছি এবং পর্তুগিজ ভাষায় ফুটবলের রাজার নাম রেখেছি। পেলে মানে সেরা।’‌

গতবছর ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান পেলে। পেলের শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল স্যান্টোস ক্লাব প্রাঙ্গণে। তারপরমেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হয়। এই সমাধিস্থলটি ১৪ তলা ভবন। যেখানে রয়েছে ১৪০০০ ভল্ট, একটা কৃত্রিম জলপ্রপাত। এই সমাধিস্থল বিশ্বের সবথেকে উঁচু। এই সমাধিস্থল থেকেই স্যান্টোস ক্লাবের নিজস্ব মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়াম দেখা যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!