Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ৩০, ২০২২

হৃত্বিক-বেকহামদের পেছনে ফেলে সবচেয়ে সুদর্শন পুরুষ বিটিএসের ‘ভি’!

হৃত্বিক-বেকহামদের পেছনে ফেলে সবচেয়ে সুদর্শন পুরুষ বিটিএসের ‘ভি’!

বৈজ্ঞানিক পরিমাপে ভিত্তিতে ২০২২-এ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী অ্যাম্বার হার্ড । ফেসিয়াল ম্যাপিং টেকনিক’-এর রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুন্দর মুখগুলির মধ্যে অ্যাম্বার হার্ড একজন। ডক্টর ডি সিলভার মতে শতকরা ৯০ভাগ ফিচার রয়েছে যা অ্যাম্বারের সৌন্দর্যের প্রকাশ ঘটায়।

‘গ্রিক গোল্ডেন রেশিও’ অনুযায়ী ২০২২-এর সুদর্শন পুরুষের মাপকাঠিতে সবার উপরে জায়গা করে নেন বিটিএস ‘ভি’ (গায়ক)। বলিউডের ‘গ্রিক দেবতা’ খ্যাত হৃত্বিক রোশন, হলিউডের সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন, এমনকি ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামও সৌন্দর্য্যের বিচারে পেরে উঠলেন না বিটিএস এর ‘ভি’ হিসেবে পরিচিত কিম তেহিয়ুং। তিনিই ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষ!দ্বিতীয় স্থানটি দখল করেছেন ‘ফ্রেন্ডস’ সিরিজ খ্যাত ৫৩ বছর বয়সী তারকা পল রাড। এর আগে ২০২১ সালেও ‘পিপল’স সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন পল।

২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষদের তালিকায় আরও আছেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। অ্যাম্বার হার্ডের ফেসিয়াল ম্যাপিং বিশ্লেষণ করেছেন যিনি, সেই ডা. জুলিয়ান ডি সিলভা জানিয়েছেন, ‘গ্রিক গোল্ডেন রেশিও’ অনুযায়ী রবার্ট প্যাটিনসনের চেহারা ৯২.১৫ শতাংশ নিখুঁত।তাঁর হিসেব অনুযায়ী সুদর্শন পুরুষ ২০২২ তালিকায় সর্বোচ্চে রয়েছেন বিটিএস ‘ভি’ (গায়ক) । দক্ষিণ কোরিয়ান ২৬ বছরের গায়ক তারকা কিম তেহিয়ুং । দ্বিতীয় স্থানে আছেন ৫৩ বছর বয়সী আমেরিকান (অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার) পল রাড । তৃতীয় স্থানে, ৩৬ বছরের ইংরেজ অভিনেতা রবার্ট প্যাটিনসন । চতুর্থ স্থানাধিকারী ভারতের অভিনেতা হৃত্বিক রোশন । পঞ্চমস্থানে প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহাম ।

 


  • Tags:

Read by: 23 views

❤ Support Us
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!