- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৭, ২০২৪
ইতিহাস বুমরার, প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে আইসিসি–র র্যাঙ্কিংয়ে শীর্ষে
গত বছর চোট থেকে ফিরে দারুণ ছন্দে যশপ্রীত বুমরা। বিশ্বকাপে দারুণ বোলিং করেছিলেন। চলতি বছরের শুরুতেও ছন্দ ধরে রেখেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টে দুরন্ত বোলিং করে ৯ উইকেট তুলে নিয়েছেন। তাঁর সুবাদেই আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ভারতের এই জোরে বোলার। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। তবে প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে রেকর্ড গড়েছেন বুমরা।
কোনও বিদেশি বোলারকে সরিয়ে শীর্ষে উঠে আসেননি বুমরা। স্বদেশীয় রবিচন্দ্রন অশ্বিনকেই স্থানচ্যুত করেছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে বুমরার আগে ভারতীয়দের মধ্যে শীর্ষে পৌঁছেছিলেন প্রয়াত বিষেণ সিং বেদি, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তিনজনই ছিলেন স্পিনার। এই প্রথম কোনও ভারতীয় জোরে বোলার শীর্ষে উঠে এলেন। বুমরার পয়েন্ট ৮৮১। ৮৫১ পয়েন্ট পেয়ে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কাগিসো রাবাডা। দু’ধাপ নেমে গিয়ে অশ্বিন রয়েছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ৮৪১। চার নম্বরে রয়েছেন প্যাট কামিন্স, ছয়ে জশ হ্যাজেলউড।
ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট ৮৬৪। জো রুটকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৮১৮। তিন নম্বরে রয়েছেন জো রুট। বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান করার সুবাদে ভারতের যশস্বী জয়সওয়াল ৩৭ ধাপ উঠে ২৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৪১৬। ৩২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অশ্বিন। সাকিব আল হাসান রয়েছেন তিন নম্বরে। তাংর পয়েন্ট ৩২০।
❤ Support Us