- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২০, ২০২২
ভারত জার্মান ফুটবলে ঐতিহাসিক চুক্তি

বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগের আয়োজকরা এবার সরাসরি ভারতীয় ফুটবলে । আইএসএল-এর অর্গানইজিং সংস্থা এফডিএসএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হল ডয়েশ ফুটবল লিগা । এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে আইএসএল ।
এই চুক্তির মাধ্যমে ভারতীয় ফুটবলের মান উন্নয়ণে, বিশেষত প্র্যাকটিস সেশন কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়ে মতামত আদানপ্রদান করা হবে ।
পাশাপাশি, এই চুক্তির মাধ্যমে প্রযুক্তিগত বিষয়ে যেমন আইএসএল-কে সাহায্য করা হবে, তেমনই দুই লিগের দর্শকদের এনগেজমেন্ট নিয়ে তুলনামূলক আলোচনা করা হবে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে । এছাড়াও আইএসএল-এর সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ থাকছে বুন্দেশলিগার ক্লাবগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধার ।জার্মানির ফ্র্যাংকফুর্টে মউ স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুই লিগের প্রতিনিধিরা ।
প্রসঙ্গত, ভারতীয় ফুটবলের সঙ্গে জার্মানির ফুটবলের সংযোগ নতুন নয় । বরুসিয়া ডর্টমুন্ড এবং লেইপজিগের মত ক্লাবের সঙ্গে পার্টনারশিপ রয়েছে এফসি গোয়া, হায়দরাবাদ এফসির মত ফ্র্যাঞ্চাইজির । আইএসএল এবং বুন্দেশলিগা গাঁটছড়া বাঁধায়,এবার সেই সম্পর্ক অআরও মজবুত হল ।
বড়সড় চুক্তির পরে এফডিএসএল-এর তরফে বলা হয়েছে, ভারতীয় ফুটবলের উন্নতি সাধন করবে, এমন পার্টনারশিপ আমরা সবসময় চেয়েছি। যাতে বিশ্বের নামিদামি ফুটবল লিগের আরও কাছে পৌঁছতে পারে আইএসএল । ডিএফএল এমনিতেই আইএসএল-এর সঙ্গে দীর্ঘদিন সঙ্গী ছিল । আশা করি এই চুক্তিতে ভারতীয় ফুটবল আরও উপকৃত হবে ।
❤ Support Us