Advertisement
  • এই মুহূর্তে
  • মে ২৭, ২০২২

সরকারি স্টেডিয়াম বন্ধ করে কুকুর হাঁটানো! স্বামী লাদাখে, স্ত্রী অরুণাচলে বদলি করা হল আইএএস দম্পতিকে !

'কুকুর ভ্রমণ' বিভ্রাট! সচিবের 'সারমেয়' ইস্যুতে বড় সিদ্ধান্ত কেজরিওয়ালের

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি স্টেডিয়াম বন্ধ করে কুকুর হাঁটানো! স্বামী লাদাখে, স্ত্রী অরুণাচলে বদলি করা হল আইএএস দম্পতিকে !

নিজের কুকুরকে স্টেডিয়ামে হাঁটানোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করা হচ্ছিল সরকারি স্টেডিয়াম! এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ওই আইএএস অফিসারকে লাদাখে বদলি করা হল । ইন্ডিয়ান এক্সপ্রেসের এক এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ! সরকার-চালিত দিল্লির ত্যাগরাজ স্টেডিয়াম স্বাভাবিক সময়ের চেয়ে আগেই ক্রীড়াবিষয়ক কার্যকলাপের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে এই আমলা তাঁর কুকুরটিকে স্টেডিয়ামে হাঁটাতে পারেন।

একটি আদেশে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ারকে অবিলম্বে লাদাখে এবং তাঁর স্ত্রী রিঙ্কু দুগগাকে অরুণাচল প্রদেশে বদলি করা হয়েছে। সরকারি এক সূত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রক সঞ্জয় খিরওয়ার এবং তাঁর স্ত্রীর দ্বারা ত্যাগরাজ স্টেডিয়ামের সুযোগ সুবিধার অপব্যবহার করার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই দু’জনের বিরুদ্ধে তদন্ত শুরু করারও দাবি জানিয়েছে দিল্লির বিজেপি নেতৃত্ব।

কিন্তু রিঙ্কুকে অরুণাচলে বদলি করা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর মতে, এমন ‘অভদ্র’ অফিসারকে উত্তর পূর্বের একটি রাজ্যে শাস্তিমূলক বদলি করার অর্থ ওই রাজ্যকে ‘অপমান’ করা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে ট্যাগ করে তিনি টুইটারে লিখেছেন, “অরুণাচলে একজন অভদ্র অধিকারিককে বদলি করে ওই রাজ্যকে অপমান করা হচ্ছে কেন? উত্তরপূর্বের রাজ্যগুলিকে অবহেলা করা হয়। তারপরে নিজেদের বর্জ্য ফেলার জায়গা হিসেবে ভাবা হয়, কেন? আপনারা এই ঘটনার প্রতিবাদ করুন।’

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে ওই দম্পতির বিরুদ্ধে রিপোর্ট তলব করে দিল্লি সরকার। সেই মর্মেই দিল্লির মুখ্যসচিব রাকেশ কুমার সিং জানিয়েছেন, অভিযুক্ত দম্পতিকে অবিলম্বে বদলি করে দেওয়া হোক। বৃহস্পতিবার বিকেলেই তাঁদের বদলির আদেশ চূড়ান্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে, এমনটাও জানা গিয়েছে।

মুখ্যসচিব বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি প্রতিবেদন জমা দেন। আর তারপরেই মন্ত্রক দুই আধিকারিককে বদলির আদেশ দেয়। সঞ্জয় খিরওয়ার বর্তমানে দিল্লিতে মুখ্য সচিব (রাজস্ব) পদে রয়েছেন।

এদিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমস্ত রাজ্য-চালিত সুযোগ-সুবিধাগুলি ক্রীড়াবিদদের জন্য রাত ১০ টা পর্যন্ত খোলা থাকার নির্দেশ দিয়েছেন।
‘আমার নজরে এসেছে যে গরমের কারণে ক্রীড়াবিদরা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং স্টেডিয়ামগুলি সন্ধ্যা ৬ বা ৭ টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা নির্দেশ জারি করছি যে সমস্ত ক্রীড়া সুবিধা যেন রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে যাতে খেলোয়াড়রা সেগুলি ব্যবহার করতে পারেন,’ বলেন অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত। তিনি বলেছে, ‘গতকাল এই খবর দেখেছি আমি। ওই অফিসারদের বদলি করার সিদ্ধান্তে আমি খুব খুশি। এই প্রথমবার এত তাড়াতাড়ি অ্যাথলিটদের সমস্যার সমাধান করা হল। অ্যাথলিটদের যেসব সুযোগ সুবিধা পান, সেখানে যেন কোনওরকম বাধা না দেওয়া হয়।


❤ Support Us
error: Content is protected !!