শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চারিদিকে সাজো সাজো রব। প্রকূতিতে গ্রীষ্মের আগমনীর বার্তা যেমন রঙিন, তেমনি মানুষের উদযাপনের প্রস্তুতিও৷বর্ষবরণের প্রস্তুতিতে মাতোয়ারা জনগণ। চৈত্রের শেষে গাজন সন্ন্যাসীদের ঘিরে মন্দিরে মন্দিরে ঢল নেমেছে ভক্তের ।ঘরে ঘরে মহিলারা ব্যস্ত নীল ষষ্ঠী উৎযাপনে। দোকানে দাকোনে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। রাত পোহালেই শুরু হয়ে যাবে পয়লা বৈশাখের অনুষ্ঠান।
চৈত্রের শেষে গাজন সন্ন্যাসীরা মেতেছেন পার্বনে।
(1/5)তিন তলা বাড়ির উঁচু সমান বাঁশের মাচার উপর থেকে লাফ দিচ্ছেন একজন সন্ন্যাসী ।
(2/5)নীল ষষ্ঠীর ব্রত পালনে ।
(3/5)চড়ক মেলায় শিবভক্তরা চড়কের কাঠে ঝুলছেন ।
(4/5)হালখাতা আর মিষ্ঠি মুখে বাঙালি অআজ বর্ষবরণের উৎসবে।
(5/5)
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34