- এই মুহূর্তে স্মৃ | তি | প | ট
- অক্টোবর ১৮, ২০২৩
কলকাতার সংবাদ জগতের দুই প্রবীণ ব্যক্তিত্ব প্রয়াত, মঙ্গলবার চলে গেলেন “গুরুজি”, বুধবার সকালে নিভে গেল অমল আলো

আজ দুর্গা পুজোর চতুর্থী। অথচ আজ সকালে কলকাতার সংবাদপত্র জগতের দুই প্রবীণ ব্যক্তিত্বের প্রয়ানের খবর লিখতে হচ্ছে। এঁদের একজন হচ্ছেন প্রথমে যুগান্তর পরে প্রতিদিন সংবাদপত্রের খ্যাতনামা কার্টুনিস্ট। অন্যজন হলেন সন্মার্গ সংবাদপত্রের বয়সে প্রবীণ কাজে নবীন চিত্র সাংবাদিক সুধীর উপাধ্যায়, যিনি সংবাদ জগতে “গুরুজি” নামেই বহুল পরিচিত।
বুধবার সকালে কলকাতার আর জি কর হাসপাতালে প্রয়াত হন কার্টুনিস্ট অমল চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। প্রতিদিন সংবাদপত্রে প্রতি বুধবার “অমল আলোয়” শিরোনামে তিনি যে স্কেচ পেনের আলো জ্বালাতেন আজ বুধবারই সেই অমল আলো নিভে গেল।
এদিকে মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন শহরের প্রবীণতম চিত্র সাংবাদিক সুধীর উপাধ্যায়। চার দশকের বেশি সংবাদপত্রের তাঁর সম্পর্ক। সংবাদপত্রে চিত্র সাংবাদিকতার বিবর্তনের সাক্ষী তিনি। সুধীর উপাধ্যায়কে “গুরুজি” নামেই সবাই ডাকতেন। তিনি হিন্দি সংবাদপত্র সন্মার্গ-এ কর্মরত ছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে নামে চিনতেন, মহাকরণের অলিন্দে দেখা হলে তাঁর খোঁজ নিতেন।
❤ Support Us