- এই মুহূর্তে
- মে ২৬, ২০২২
কয়লা পাচার কাণ্ডে সত্যি কি জড়িত? ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডেকে পাঠাল সিবিআই ।
শুক্রবারেই হাজিরার নির্দেশ । সঙ্গে নিতে হবে, পাসপোর্ট, আধার ইত্যাদি।

সওকত মোল্লা। ফাইল চিত্র।
তৃণমূলের বিধায়ক শওকত মোল্লাকে নানারকম দুর্নীতির অভিযোগে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই। শওকত একসময় সিপিএম করতেন। প্রতাপশালী নেতা। রাজনীতির পরিবর্তন পর্বে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক নির্বাচিত হন। কখনও কখনও দলের গোষ্ঠিদ্বন্দ্বে জড়িযে পড়েন। একদা সিপিএম ও পরে তৃণমূলে মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লার খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। ইদানীং দূরত্ব তৈরি হয়েছে। গত কয়েক বছর জুড়ে ভাঙরের রাজনৈতিক ক্রোন্দলের সঙ্গে জড়িয়ে পরেন। এরই মাঝে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে— কয়লা পাচার কাণ্ডে তিনিও জড়িত। অভিযোগ কতটা সত্য তা বলতে পারেন শহকত নিজে। অথবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা। সিবিআইয়ের তলব নামায় বলা হয়েছে, শুক্রবার সকাল ১১টার মধ্যে কলকাতায় সিবিআইয় দফতরে পাসপোর্ট এবং আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ব্যাঙ্কের সঙ্গে লেনদেনের নথিপত্র আনতে বলা হয়েছে।
❤ Support Us