- দে । শ
- মে ৩, ২০২৪
নতুন মেল আইডিতে জমা পড়েছে একাধিক অভিযোগ, সন্দেশখালিতে জমি তদন্তে সিবআই

মজুত বেআইনি অস্ত্রের তল্লাশির পর এবারে কেড়ে নেওয়া জমির হদিস পেতে সন্দেশখালিতে সিবিআই। তৃণমূল নেতা শেখ শাজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বড়ো অভিযোগ জোর করে চাষের জমি কেড়ে নেওয়া। তাতে নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা। এ নিয়ে আগেই ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসন সেইসব জমি চিহ্নিত করে কৃষকদের ফিরিয়েও দিয়েছে।
আদালতের নির্দেশে সন্দেশখালির মামলা গুলি তদন্ত ভার সিবিআইয়ে হাতে গেলে সিবিআই সমস্ত মামলার তদন্ত শুরু করেছে। তদন্তের ভার পেয়ে সিবিআই থেকে গ্রামবাসীদের অভিযোগ জানানোর জন্য ই–মেল আই ডি খোলা হয়। সেখানে অনেকে অভিযোগ করেছেন বলে জানা গেছে। কয়েকদিন আগে সরবেড়িয়া আগারাটি পঞ্চায়েত এলাকার মল্লিকপাড়া থেকে শেখ শাহাজান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে। তার পরে সন্দেশখালি ওপর এক নাগাড়ে নজর রেখে চলেছে সিবিআই। প্রায় প্রতিদিন সিবিআই হানা দিচ্ছে সন্দেশখালিতে।
বৃহস্পতিবার সিবিআই আধিকারিকদের একটি দল সন্দেশখালি সরবেড়িয়া এলাকায় যায় জমি তদন্তে। সঙ্গে সিআরপিএফ জওয়ানরা নিয়ে এলাকা ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। তাঁরা মাঠে নেমে শাহাজানের দখলে থাকা জমি গুলি ঘুরে দেখেন। কিছু মাপজোক করেন বলে জানা গেছে। সঙ্গে যারা অভিযোগ করেছেন সেই সব কৃষক পরিবারে সদস্যরাও ছিলেন। গ্রামবাসীরা অভিযোগ করেন, শেখ শাজাহান , শিবু হাজরা, উত্তম সর্দাররা তাঁদের জমি হয় জোর করে দখল করে নিয়েছে। নয়তো ভয় দেখিয়ে কম টাকায় লিজ দিতে বাধ্য করেছে। সেই জমিতে মাছ চাষ করে কোটি কোটি টাকা করেছে। এমনকী লিজের টাকাও বছরের পর বছর কৃষকরা পাননি বলে অভিযোগ। সেই সব জমি এখন সিবিআই নজরে।
❤ Support Us