- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৩
বাঁকুড়ায় পার্টি অফিসেই বিজেপি কর্মীরা তালাবন্ধ করে রাখল কেন্দ্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে, অবশেষে উদ্ধার করল সিআইএসএফ

বাঁকুড়ায় দলীয় কর্মীদেরই বিক্ষোভের জেরে দলীয় কার্যালয়েই বন্দি হয়ে রইলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল বিজেপি কর্মী। পরে সিআইএসএফ জওয়ানরা এসে মন্ত্রীকে উদ্ধার করেন। এই ঘটনায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে এর ফলে ব্যাপক গোলমাল শুরু হয়।
With each passing day, @BJP4Bengal is crumbling as infighting is reaching its peak!
In Bankura, vehement clashes erupted, & BJP workers locked Union Minister Subhas Sarkar in the party office.
While unity within the party is a myth, BJP is truly a shining example of a weak… pic.twitter.com/Tu90BpQSZ7
— All India Trinamool Congress (@AITCofficial) September 12, 2023
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দলের বাঁকুড়া জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার ছাড়াও হাজির ছিলেন দলের জেলা সভাপতি সুনীল রূদ্র মণ্ডল। অভিযোগ, হঠাৎই বেশ কিছু যুবক বিজেপি কার্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করে সুভাষবাবুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু করে তাঁরা। ‘সুভাষ সরকার দূর হঠো’ স্লোগান ওঠে। এমনকী জেলা সভাপতিকে মারধর করা হয় বলেও অভিযোগ। এর পর বিক্ষোভকারীরা দলীয় কার্যালয়ে তালা দিয়ে দেন। এর ফলে কার্যালয়ের ভিতরে আটকে পড়েন সুভাষবাবুসহ অন্য বিজেপির জেলা নেতারা।
এই ঘটনার জেরে নিমেষে বিজেপি কার্যালয়ের সামনে তুমুল উত্তেজনা শুরু হয়। ঘটনার কথা ফোনে নিজের নিরাপত্তারক্ষীদের জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা বিজেপি কার্যালয়ে এসে তালা ভেঙে সুভাষ সরকার অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে উদ্ধার করে।
বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের পরিকল্পনা প্রসূত। হামলাকারীদের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বিজেপিকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই তৃণমূল এই পরিকল্পনা করেছে। হামলাকারীদের ছবি সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে বাঁকুড়া জেলা বিজেপি সূত্রে জানান হয়েছে। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।বিজেপি গোষ্ঠীকোন্দলের দায় তৃণমূলের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি।
❤ Support Us