- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১৬, ২০২৪
ডার্বি জয়ের পর কাস্টমসের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

ডার্বি জেতার পরের ম্যাচে হোঁচট খেল ইস্টবেঙ্গল। আটকে গেল ক্যালকাটা কাস্টমসের কাছে। মাছের ফল গোলশূন্য। টানা তিন ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল লালহলুদ ব্রিগেড। দুই দলই তিনটি করে ম্যাচ জিতে এদিন মাঠে নেমেছিল। চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট হারাল দুই দলই।
মাচের শুরু থেকেই আক্রমণ প্রতিআক্রমণে ম্যাচ জমে উঠেছিল। ৫ মিনিটে হীরা মণ্ডলের দুর্দান্ত থ্রু বাড়িয়েছিলেন। কাস্টমস গোলকিপার শুভম সেন বেরিয়ে এসে দারুণ দক্ষতার সঙ্গে ধরে নেন। ডানদিকের তুলনায় ইস্টবেঙ্গলের বাঁদিক বেশি সচল ছিল। হীরা মণ্ডল, নাসিব রহমানরা বাঁদিক থেকে বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। ১২ মিনিটে বাঁদিক থেকে আক্রমণে উঠে এসে হীরা মণ্ডল বল বাড়িয়েছিলেন নাসিব রহমানকে। বক্সের বাইরে থেকে দুরপাল্লার শট নিয়েছিলেন নাসিব। বল বারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
কাস্টমসও প্রতি আক্রমণে উঠে আসার চেষ্টা করছিল। ১৬ মিনিটে ডানদিক থেকে দারুণ সেন্টার করেছিলেন অর্পন শেঠ। গোল থেকে বেরিয়ে এসে ফিস্ট করে বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার আদিত্য পাত্র। জেসিন টিকে, নাসিব রহমানরা বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেননি। ৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল কাস্টমসের সামনে। রবি হাঁসদার দুর্দান্ত ফ্রিকিক সাইড নেটে আছড়ে পড়ে। প্রথমার্ধের শেষলগ্নে কর্নার থেকে বল পেয়ে সেন্টার করেছিলেন নাসির রহমান। মনোতোষ চাকলাদার গোলে বল রাখতে পারেননি। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সায়ন ব্যানার্জি ও পিভি বিষ্ণুকে মাঠে নিয়ে আসেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এই দুই ফুটবলার মাঠে আসায় আক্রমণে গতি বাড়ে ইস্টবেঙ্গলের। ৫৪ মিনিটে সায়ন একটা দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন। নাসিব রহমান গোলে রাখতে পারেননি। গোলের জন্য একের পর পরিবর্তন করে যান বিনো জর্জ। কিন্তু একটা পরিবর্তনও কাজে লাগেনি। কোচের মুখে হাসি ফোটাতে পারেননি লাহলুদ ফুটবলাররা। ম্যাচ যত শেষের দিকে এগিয়েছে, রক্ষণে আরও লোক বাড়িয়েছেন কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। ফলে ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছে গোল পাওয়া আরও কঠিন হয়ে যায়। ৮৬ মিনিটে বাঁদিক থেকে দারুণ আক্রমণ তুলে নিয়েছিলেন হীরা মণ্ডল। তাঁর কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত সেন্টার করেছিলেন সায়ন। লালহলুদের কোনও ফুটবলার কাজে লাগাতে পারেননি। মাচের ইনজুরি সময়ের প্রথম মিনিটে বিষ্ণুর একটা শট বাঁচান কাস্টমস গোলকিপার শুভম সেন। ২ মিনিট পরে সুব্রত মুর্মুর বাঁপায়ের দুরন্ত শট আবার বাঁচিয়ে দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন শুভম।
❤ Support Us