Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৬, ২০২৪

‌‌লিগে কালীঘাট স্পোর্টস লাভার্সের কাছে হারতে হল মোহনবাগানকে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‌লিগে কালীঘাট স্পোর্টস লাভার্সের কাছে হারতে হল মোহনবাগানকে

সময়টা খুব একটা ভাল যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টের। ডুরান্ড কাপ ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছে। একই দিনে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্সের খেলার আশাও শেষ হয়ে গিয়েছিল। এবার লিগে নিয়মরক্ষার ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছেও হারতে হল। ২–১ ব্যবধানে জয় কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের। এই নিয়ে লিগে তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হল মোহনবাগান সুপার জায়ান্টকে।
ডুরান্ড কাপে রক্ষণ নিয়ে ভুগতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলকে। জুনিয়র দলেরও সেই একই রোগ। কালীঘাট ফুটবল লাভার্সের বিরুদ্ধেও সেই রক্ষণের দোষে হারতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনে। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিল। কিন্ত তিন কাঠি ভেদ করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৩৬ মিনিটে খাঙ্গাম হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। প্রথমার্ধের বাকি সময় আধিপত্য থাকলেও গোলসংখ্যা আর বাড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে মোহনবাগান। ৫২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান আদিল আবদুল্লাহ। কিন্তু তারপর আর মোহনবাগানকে কোনও সুযোগ দেয়নি কালীঘাট ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন। রীতিমতো দাপট দেখাতে থাকে। অবশেষে ম্যাচের ৭১ মিনিটে পরিবর্ত হিসেবে নামা সৈকত সরকার কালীঘাটের হয়ে জয়সূচক গোলটি করেন। দ্বিতীয়ার্ধে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজে বেশ কয়েকটি পরিবর্তন করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
কালীঘাট ম্যাচের পর ‘‌বি’‌ গ্রুপে মোহনবাগান সুপার জায়ান্ট ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে, ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভবানীপুর। ১ ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল, তিন নম্বরে রয়েছে ক্যালকাটা কাস্টমস। ‘‌বি’‌ গ্রুপ থেকে এই তিনটি দলই সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!