- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ৫, ২০২৪
ঝাড়খন্ডে আস্থা ভোটে জয়ী চম্পাই
ঝাড়খন্ডের আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন । ওই রাজ্যের বিধানসভায় মোট আসন ৮১ । ৪১ বিধায়কের সমর্থন পেলেই জয় সুনিশ্চিত, এমতাবস্থায় সেমাবার শুরু হয় আস্থা ভোট । ঝাড়খন্ড বিধান সভায় তাঁকে সমর্থন করেন ৪৭ জন বিধায়ক । বিপক্ষে ভোট পরেছে ২৯ জনের ।
গত ৩১ জানুযারি, জমি কেলেঙ্কারি মামলায় ইডি গ্রেফতার করে হেমন্তকে । তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি । কংগ্রেস সহ আরজেডি এবং অন্যান্য জোট সঙ্গীদের সম্মতিতে চম্পাই সোরেনকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ।
#WATCH | Ranchi | After Floor Test, Jharkhand CM Champai Soren says, "The blueprint of the schemes made by Hemant Soren will be worked on rapidly…We will work well in the interest of the people…"
On BJP leaders' remark that some JMM MLAs will leave the party soon, he says,… pic.twitter.com/CLJKv417oO
— ANI (@ANI) February 5, 2024
এই ভোটে অংশ নিতে রাচি আদালত আবেদন জানিয়েছিলেন ইডি হেফাজতে থাকা হেমন্ত সোরেন । আদালতের অনুমতি নিয়েই সোমবার বিধানসভায় আস্থা ভোটের আগে, বিজেপি শিবিরের চক্রান্তের অভিযোগ তুলে দীর্ঘ ভাষণ দেন হেমন্ত । প্রশ্ন তোলেন রাজভবনের নিরপেক্ষতা নিয়েও ।
চম্পাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওযার পরই শাসক জোটের বিধায়কদের একাংশকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয় । শাসক জোটের আশঙ্কা ছিল, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ নানা রাজ্যে যেভাবে ঘোড়া কেনা বেচা হয়েছে, সেরকমই ঝাড়খন্ডেও প্রচেষ্টা চালাবে পদ্ম শিবির । আস্থা ভোটের আগের রাতেই অবশ্য তাদের ফিরিয়ে আনা হয় এবং সোমবার তারা ভোটে অংশ নেন । শাসকের কোনো বিধায়কই ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাইয়ের বিরোধিতা করেনি শেষ পর্যন্ত ।
❤ Support Us