Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৫, ২০২৪

ঝাড়খন্ডে আস্থা ভোটে জয়ী চম্পাই

আরম্ভ ওয়েব ডেস্ক
ঝাড়খন্ডে আস্থা ভোটে জয়ী চম্পাই

ঝাড়খন্ডের আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন । ওই রাজ্যের বিধানসভায় মোট আসন ৮১ । ৪১ বিধায়কের সমর্থন পেলেই জয় সুনিশ্চিত, এমতাবস্থায় সেমাবার শুরু হয় আস্থা ভোট । ঝাড়খন্ড বিধান সভায় তাঁকে সমর্থন করেন ৪৭ জন বিধায়ক । বিপক্ষে ভোট পরেছে ২৯ জনের ।

গত ৩১ জানুযারি, জমি কেলেঙ্কারি মামলায় ইডি গ্রেফতার করে হেমন্তকে । তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি । কংগ্রেস সহ আরজেডি এবং অন্যান্য জোট সঙ্গীদের সম্মতিতে চম্পাই সোরেনকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ।

এই ভোটে অংশ নিতে রাচি আদালত আবেদন জানিয়েছিলেন ইডি হেফাজতে থাকা হেমন্ত সোরেন । আদালতের অনুমতি নিয়েই সোমবার বিধানসভায় আস্থা ভোটের আগে, বিজেপি শিবিরের চক্রান্তের অভিযোগ তুলে দীর্ঘ ভাষণ দেন হেমন্ত । প্রশ্ন তোলেন রাজভবনের নিরপেক্ষতা নিয়েও ।

চম্পাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওযার পরই শাসক জোটের বিধায়কদের একাংশকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয় । শাসক জোটের আশঙ্কা ছিল, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ নানা রাজ্যে যেভাবে ঘোড়া কেনা বেচা হয়েছে, সেরকমই ঝাড়খন্ডেও প্রচেষ্টা চালাবে পদ্ম শিবির । আস্থা ভোটের আগের রাতেই অবশ্য তাদের ফিরিয়ে আনা হয় এবং সোমবার তারা ভোটে অংশ নেন । শাসকের কোনো বিধায়কই ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাইয়ের বিরোধিতা করেনি শেষ পর্যন্ত ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!