Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৮, ২০২৪

পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের ডিজি বদল, ছয় রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের ডিজি বদল, ছয় রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন

রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়ার নির্দেশ। শনিবারই ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে নির্বাচন কমিশন, সেদিন থেকেই দেশ জুড়ে আর্দশ আচরণ বিধি লাগুরও ঘোষণা করা হয় । তারপর সোমবারই পশ্চিমবঙ্গের শীর্ষ পুলিশ আধিকারীক সহ  গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতেই এই নির্দেশ বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । গোটা নির্বাচনী প্রক্রিয়ায় এরা কেউই সরাসরি নিযুক্ত হতে পারবেন না ।

সোমবারই পশ্চিমবঙ্গে নির্বাচনচলাকালীন নতুন ডিজি নিয়োগের জন্য রাজ্য প্রশাসনের কাছে ৩ নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে এদিন দুপুরে বৈঠকে বসে কমিশন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে রাজ্যকে ৩ দফা নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । সেখানে বলা হয়েছে পরবর্তী নতুন ডিজি নিয়োগের জন্য আজ বিকেল ৫টার মধ্যে সম্ভাব্য ৩ যোগ্য অফিসারের নাম কমিশনে পাঠাতে হবে।রাজীব কুমারকে নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এমন কোনও পদে অবিলম্বে পাঠাতে হবে। নতুন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত, রাজীব কুমারের পরবর্তী রাজ্য পুলিসের কোনো বরিষ্ঠ কর্তা সাময়িক দায়িত্ব পালন করবেন।সূত্রের খবর সেই দায়িত্বে আসতে পারেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সোহায় ।

পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার।গত ডিসেম্বরে রাজ্য পুলিসের ডিজি পদ থেকে মনোজ মালব্যর অবসরের পর রাজীব কুমারকে ডিজির পদে নিয়োগ করা হয়েছিল। ৩ মাসের মাথাতেই ফের তাঁকে অপসারণ করা হল। বিরোধীরা বার বার পুলিস প্রশাসনের দিকে পক্ষপাতদুষ্টতার অভিযোগে সরব হয়েছে। এর আগেও যখন কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন রাজীব কুমার, সেইসময়ও ভোটের আগে তাঁকে একবার পদ থেকে সরানো হয়েছিল।

রাজীব কুমারের পরিবর্তে যে তিনজনজনের নাম চেয়ে পাঠিয়েছে কমিশন, রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, সেখানে ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সোহায়, ১৯৮৯ ব্যাচের অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার দেবাশিষ রায়ের নাম পাঠানো হতে পারে। এই ৩ অফিসারের ট্র্যাক রেকর্ড, আইবি রেকর্ড খতিয়ে দেখে পরবর্তী ডিজির নাম চূড়ান্ত করবে কমিশন।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!