Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৭, ২০২৩

রাজ্যে মিটিং মিছিলের অনুমতির নিয়মে বদল। হাইেকোর্টের নয়া নির্দেশকা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে মিটিং মিছিলের অনুমতির নিয়মে বদল। হাইেকোর্টের নয়া নির্দেশকা

রাজনৈতিক সভা করার অনুমতি নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হল কলকাতা হাইকোর্টের নির্দেশে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, রাজনৈতিক সভা করতে হলে নতুন নিয়মে থানার পরিবর্তে আবেদন করতে হবে পুলিশ সুপার কিংবা কমিশনারেটে। প্রসঙ্গত, শাসকদল এবং বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে একই নিয়ম জারি থাকবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে। মিছিলের অনুমতি পেতে হলেও রাজনৈতিক দলগুলিকে অনুমতি নিতে হবে পুলিশ সুপার কিংবা কমিশনারেটের কাছ থেকে।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এবিষয়ে দায়ের হওয়া মামলার শুনানি ছিল। এই নির্দেশ দিয়ে বিচারপতি মান্থা জানিয়েছেন, তিনি আশা করছেন, রাজনৈতিক দলগুলির সভা কিংবা মিছিলের অনুমতি প্রদানের ক্ষেত্রে পুলিশ কোনও পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে।

বেশ কিছুদিন ধরে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলছে, বিরোধীরা সভা করতে গেলে অনেকক্ষেত্রেই অনুমতি দেওয়া হচ্ছে না। এর জেরে এদিন বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিলেন।

বিচারপতি মান্থা ওই নির্দেশে আরও জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের তরফে সভা কিংবা মিছিলের আবেদন জানানো হলে তার দিনক্ষণ রে্জিস্ট্রারে নথিবদ্ধ করতে হবে। সুনিশ্চিত করতে হবে বিষয়টি যাতে অনলাইনে দেখা যায়। একাধিক রাজনৈতিক দল সভা, মিছিলের আবেদন জানালে রেজিস্ট্রারে তাও নথিভুক্ত করতে হবে। এছাড়া সভাস্থল, কোন রাস্তা দিয়ে কতদূর পর্যন্ত মিছিল যাবে, সেসম্পর্কে পুলিশকে খোঁজ নিতে হবে আগেভাগেই। যে রাজনৈতিক দল সভা কিংবা মিছিলের জন্যে আগে আবেদন করবে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে আবেদনকারী ওই রাজনৈতিক দলকে অগ্রাধিকার দিতে হবে।

বহিরাগতরা সভা কিংবা মিছিলে ঢুকে পড়ে যাতে গোলমাল পাকাতে না পারে, এদিন বিচারপতি মান্থা সেদিকেও পুলিশকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন। সভা কিংবা মিছিলে বক্তব্য পেশ করতে গিয়ে বক্তারা অনভিপ্রেত শব্দ ব্যবহার করছেন কিনা সেবিষয়েও পুলিশকে নজর রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাছাড়া যাতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালিত হয়, সেব্যাপারে পুলিশকে বিশেষভাবে নজরদারি চালাতে হবে।

আদালত সূত্রের খবর, বেশ কিছু ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলি সভা, মিছিল করার ক্ষেত্রে পুলিশি অনুমতি না পাওয়ার অভিযোগ জানিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেছে। ভাঙড়েও সিপিএম, আইএসএফের সভা ও মিছিলে পুলিশি অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। এরপর কলকাতা হাইকোর্টের এই নির্দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!