Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৭, ২০২৩

‌চেতনই চেয়ারম্যান, নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চেতনই চেয়ারম্যান, নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

আজব সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপে ব্যর্থতার জন্য জাতীয় নির্বাচকদের দিকে আঙ্গুল তুলে নির্বাচকমণ্ডলী ভেঙে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কমিটির শীর্ষে ছিলেন চেতন শর্মা। শনিবার আবার নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বোর্ড। যে কমিটির শীর্ষে রয়েছেন সেই চেতন শর্মাই। কমিটির বাকি চার সদস্য হলেন শিবসুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরথ।
জাতীয় নির্বাচক কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায় ৬০০টি আবেদন পত্র জমা পড়েছিল। দীর্ঘ বাছাই প্রক্রিয়া চালানোর পর ১১ জনকে বেছে নিয়েছিল বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। যে কমিটিতে রয়েছেন সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে। ১১ জনকে বাছাই করে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে এই পাঁচজনের নাম বোর্ডের কাছে সুপারিশ করে ক্রিকেট পরামর্শদাতা কমিটি। এই কমিটি চেতন শর্মাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ারও প্রস্তাব করে। সেই প্রস্তাবের ভিত্তিতেই এই পাঁচজন নির্বাচককে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শনিবার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে,‘‌অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েককে নিয়ে গঠিত ক্রিকেট পরামর্শদাতা কমিটি লম্বা প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র জাতীয় নির্বাচকমণ্ডলী বেছে নিয়েছে। কমিটির সুপারিশ অনুসারে চেতন শর্মা, শিবসুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরথকে বেছে নেওয়া হয়েছে। ২০২২ সালের ১৮ই নভেম্বর নির্বাচক পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ৬০০–র কাছাকাছি আবেদন জমা পড়েছিল। ক্রিকেট পরামর্শদাতা কমিটি ১১ জনকে বাছাই করে সাক্ষাৎকারে ডেকেছিল। সেই সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এই পাঁচজনের নাম প্রস্তাব করেছিল। এদের মধ্যে চেতন শর্মাকে চেয়ারম্যান দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছিল কমিটি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!