Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৯, ২০২৩

জাতীয় দলের তকমা বাতিল ইস্যুতে শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার । ‌জনসমক্ষে প্রমান দেব, পাল্টা দাবি শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
জাতীয় দলের তকমা বাতিল ইস্যুতে শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার । ‌জনসমক্ষে প্রমান দেব, পাল্টা দাবি শুভেন্দুর

সম্প্রতি নির্বাচন কমিশন জাতীয় দল হিসেবে তৃণমূল  কংগ্রেসের তকমা বাতিল করেছে। জাতীয় দলের তকমা বাতিল হয়েছে এনসিপি এবং সিপিআইয়েরও। তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বাতিলের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস যাতে ফের জাতীয় দলের তকমা ফিরে পায় এজন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন।

এব্যাপারে বুধবার কড়া প্রতিক্রিয়া জানালেন মমতা।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বজায় রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন, সেক্ষেত্রে পদত্যাগ করবেন তিনি।

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা ফিরিয়ে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার ফোন করেছেন। তবে তাতে কোনও কাজই হয়নি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, যে কোনও রাজনৈতিক দল জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাবে কিনা সেটা পর্যালোচনা করার নিয়ম প্রতি ১০ বছর অন্তর।সেই অনুযায়ী বিষয়টি ২০২৬ সালে পর্যালোচনা করার কথা।

মমতার কথায়, দলের নাম কোনওমতেই বদলাবেন না  তিনি। দলের নাম অপরিবর্তিতই থাকবে। নাম থাকবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমরা সাধারণ মানুষের কাছে বিষয়টি নিয়ে দরবার করবো। আর এনিয়ে বিজেপির যদি কোনও আপত্তি থাকে তাহলে তা ওরা নির্বাচন কমিশনকে জানাক।

এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোনওভাবেই ২০০ টির বেশি আসন পাবে না। এখন বিজেপি ক্ষমতায় আছে। সেজন্যে ওরা যা ইচ্ছা তাই করছে। ওরা এটা উপলব্ধি করছে না, ক্ষমতা জিনিসটা অস্থায়ী আর গণতন্ত্র চিরকালের, সংবিধান চিরকালীন। বুলডোজার দিয়ে দেশের সংবিধান ধ্বংস করা যাবে না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কোনওভাবেই ক্ষমতায় আসবে না।

এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেছেন, মুকুল রায়  নিখোঁজ হয়েছেন বলে পুলিশে যে ডায়রি হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন। মুকুল রায় একজন বিজেপি বিধায়ক। পরে তিনি তৃণমূল ফিরে এসেছিলেন বিজেপি নেতৃত্ব তার সঙ্গে খারাপ ব্যবহার করায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!