- ন | ন্দ | ন | চ | ত্ব | র ভা | ই | রা | ল
- আগস্ট ২৬, ২০২২
বন্যায় ভেসে গেছে বাড়ি, পরিবারসহ রাস্তায় বিশ্বখ্যাত পাক গায়ক।

চিত্র সংগৃহীত
ওয়াহাব আলি বাগতি বালুচিস্তানের এক গায়ক, রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন কোক স্টুডিও-তে তাঁর গান ‘কানা ইয়ারি’ -এর জন্য। দীর্ঘদিন ধরে কোক স্টুডিওতে ১ নম্বর স্থান বজায় রেখেছিল ‘কানা ইয়ারি’। সারা বিশ্বের সঙ্গীতানুরাগীদের চর্চায় ছিলেন গায়ক। সম্প্রতি, ফের আলোচনার বিষয় হয়ে উঠেছেন ওয়াহাব আলি বাগতি।
টানা বৃষ্টিতে প্লাবিত বালুচিস্তান। বন্যায় ভেসে গেছে গায়কের মাটির বাড়ি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গায়কের ভিটেহীন অবস্থায় পরিবারে সাথে রাস্তায় বাস করার ছবি।
পাকিস্তানের এক নেটিজেন তাঁর ট্যুইটারে গায়কের একটি ছবি শেয়ার করে জানালেন, কোক স্টুডিও-এর হাত ধরে লাইম-লাইটে আসা জনপ্রিয় গায়ক ওয়াহাব আলি বাগতি বালুচিস্তানের বন্যায়, পরিবার সমেত ভীটেহারা হয়েছেন। তাঁর পরিস্থিতি খুব কঠিন।
মুহূর্তে ট্যুইটটি ভাইরাল হয়। সাহায্যের হাত এগিয়ে আসে পৃথিবীর প্রত্যেক কোণ থেকে। পাকিস্তানের সেনাবাহিনীও গায়কের পাশে এসে দাঁড়ান। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেনজোর তরফ থেকেও সাহায্য পাঠানো হয়েছে ওই শিল্পীকে। জানা যাচ্ছে, বর্তমানে ডেরা মুরাদ জামালিতে স্থানান্তরিত করা হয়েছে সংগীত শিল্পী এবং তাঁর পরিবারকে।
পাকিস্তান এবং আফগানিস্তানের টানা বৃষ্টির ফলে এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে প্রায় ৯০৩ জনের। তার মধ্যে আছে প্রায় সাড়ে তিনশো শিশু এবং দুশো মহিলা। পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ বন্যায় বাড়ি হারিয়েছেন। বিপর্যয়ে বিধস্থ হয়ে পড়েছে দুই দেশ।
❤ Support Us