Advertisement
  • এই মুহূর্তে কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স দে । শ
  • জুন ২৩, ২০২৩

অনলাইন পদ্ধতি মেনে রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে শনিবার। চলবে ১৫ জুলাই পর্যন্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
অনলাইন পদ্ধতি মেনে  রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে শনিবার। চলবে  ১৫ জুলাই পর্যন্ত

পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে শনিবার থেকে শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া। কেন্দ্রীয় ভাবে তা করার কথা প্রথমে ভাবা হলেও আপাতত এবছরে তা হচ্ছে না। ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দমতো কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে পারবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই। তারপর  রয়েছে মেধা তালিকা প্রকাশ । যা ২০ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে বলে উচ্চশিক্ষা দফতরের নির্দেশ। ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া।

উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে আরো বলা হয়েছে, মেধার ভিত্তিতে কলেজে ভর্তিপ্রক্রিয়া চলবে। আবেদনপত্রের জন্য কোনও পড়ুয়ার থেকে কোনোভাবে টাকা নেওয়া যাবে না। যদি প্রার্থী যোগ্য বলে বিবেচিত হয়, তাহলে তাকে কলেজ কর্তৃপক্ষ ইমেল বা চিঠি দিয়ে জানাবে। পুরো প্রক্রিয়া অনলাইনে হবে তাই কোনো পড়ুয়ার কলেজে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইন পেমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে ভর্তির টাকা জমা দিতে হবে।

সবকিছু ঠিক থাকলে ১ আগষ্ট থেকেই কলেজের ক্লাস শুরু হওয়ার কথা। চলতি শিক্ষাবর্ষ থেকে নয়া জাতীয় শিক্ষানীতির ভিত্তিতেয় স্নাতক–স্নাতকোত্তরের পাঠক্রমকে সাজানো হয়ছে। তাই  এবার থেকে স্নাতক হতে গেলে চার বছর ধরে কলেজে  পড়াশোনা করতে হবে। আর  স্নাতকোত্তর করতে হলে আরও এক বছর। তবে, জেনারেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে আগের মতোই তিন বছর পাঠ নিয়ে স্নাতক কোর্স সমাপ্ত করা যাবে। নতুন সংযোজন হল, কোনও পড়ুয়া পড়াশোনার মাঝপথে যদি কলেজ ছেড়ে দেয়  তাহলে আবার পরে  তা শুরু করার সুযোগ পাবে।  যে বর্ষে  পঠন-পাঠনে বিরতি ঘটবে, পরে সেখানেই আবার ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!