- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৮, ২০২২
হিজাব না পরে রক ক্লাইম্বিং! শাস্তির মুখে পড়তে চলেছেন ইরানি অ্যাথলিট রেকাবি

ইরানে নীতি পুলিশের অত্যাচারে পুলিশি হেফাজতে বছর বাইশের মাসা আমিনির মৃত্যুর পর থেকেই সে দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। হিজাব না পরে রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় অংশ গ্রহন করে দেশের শাসকের ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে চেয়েছিলেন বছর তেইশের ইরানের নামি অ্যাথলিট এলনাজ রেকাবি। তাঁকে সেই প্রতিবাদের মাশুল দিতে হচ্ছে। শাস্তির মুখে পড়তে চলেছেন রেকাবি।
দক্ষিণ কোরিয়ার সিওলে এশিয়ান স্পোর্ট রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়েছিলেন এলনাজ রেকাবি। সঙ্গে দেশের আরও বেশ কয়েকজন প্রতিযোগী ছিলেন। হেডস্কার্ফ ছাড়াই ক্লাইম্বিং করেন রেকাবি। তাঁর সেই ক্লাইম্বিং করার ছবি দেখে অনেকেই অবাক হয়ে যান। তারপর থেকে নাকি রেকাবি নিখোঁজ হয়ে যান। তাঁর সঙ্গে বন্ধুরা যোগাযোগ করতে পারছিলেন না। সিওলে অবস্থিত ইরানের দূতাবাস নাকি রেকাবির পাসপোর্ট ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। যদিও এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে সিওলের ইরানি দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনই সিওল থেকে সতীর্থদের সঙ্গে তেহরানের পথে রওনা দিয়েছেন রেকাবি।
এদিকে, হিজাব না পরে রক ক্লাইম্বিং করার পরই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রেকাবি। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, হিজাব না পরে ক্লাইম্বিং করতে সমস্যা হচ্ছিল। তাই হিজাব ছাড়াই তিনি প্রতিযোগিতায় নেমেছিলেন। আশঙ্কা করা হচ্ছে তেহরানে ফেরার পর তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে। ইরানে নীতি পুলিশের অত্যাচারে মাসা আমিনির মৃত্যুর পর থেকেই সে দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক প্রতিবাদীর মৃত্যু হয়েছে।
❤ Support Us