Advertisement
  • দে । শ
  • মার্চ ২, ২০২৩

সাগরদীঘিতে বড়ো ব্যবধানে জয়ী কংগ্রেসের বায়রন। পেছনে তৃণমূল। পদ্ম দম্ভ ধুলিস্যাৎ

'সাগরদীঘির তুফান  এবার  ঘূর্ণিঝড় হয়ে  আছড়ে পড়বে নবান্নে'--বললেন অধীর। কৌতুকময় জবাব বায়রনের, তৃণমূলকে কিনে নেব

আরম্ভ ওয়েব ডেস্ক
সাগরদীঘিতে বড়ো ব্যবধানে জয়ী  কংগ্রেসের বায়রন। পেছনে তৃণমূল। পদ্ম দম্ভ  ধুলিস্যাৎ

চিত্র : ইন্টারনেট

সাগরদীঘিতে ২৪ রাউণ্ডের গণনা শেষ। ২৩০০০ ভোটে জয়ী  কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।  অনেক দূরে পড়ে  রইলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাশিস ব্যানার্জি। পিছনে ধুঁকতে ধুঁকতে  ধুলিস্যাৎ বিজেপি। 

নির্বাচন কমিশনের পরিসংখ্যান, ৪৭.৩৫ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। তৃণমূল ৩৪.৯৪ শতাংশ। বিজেপি মাত্র ১৩.৯৪ শতাংশ ।  বায়রনের জয়ে বিধানসভায়  নতুন করে খাতা খুলল কংগ্রেস। গত বিধানসভা ভোটে  রাজ্যে  তারা একটি আসনও পায়নি। বামেদেরও একই হাল। দ্বিতীয়ত,  এবার প্রমাণিত হল, অধীর গড়ে অধীরই  সর্বেসর্বা। স্বভাবত খুশি তিনি। বললেন, সাগরদীঘির তুফান এবার  ঘূর্ণিঝড় হয়ে  আছড়ে পড়বে নবান্নে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উচ্ছ্বসিত বায়রনের কৌতুকময় জবাব, আমাকে কেনার কারোর ক্ষমতা নেই । বরং আমিই তাঁদের  কিনে নেব। ভোটে এই প্রথম লড়লেন বায়রন। এক  অর্থে  অরাজনৈতিক পরিবারের সন্তান নন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বায়রনের বাবার সম্পর্ক ছিল  মধুর। প্রণব বাবু মুর্শিদাবাদে এলে প্রায়ই তাঁদের বাড়িতে যেতেন।  এ সম্পর্ক বায়রন ভোলেননি। ভারতের প্রাক্তন  রাষ্ট্রনেতার  মুখ আর অভিমুখ এখনো  উজ্জ্বল তাঁর স্মৃতিতে। স্বভাবে বায়রন  বিনয়ী। সংযতভাষী। রাজনীতির কটুভাষায় অভ্যস্ত নন। ভালো শ্রোতা। বলেন কম, অন্যের কথা বিচার-বুদ্ধি প্রয়োগ করে  যাচাই করে নেন। এটাই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। 


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!