Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৪

“চেষ্টা করছি…”: বিহারে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ার সাথে সাথে নীতীশকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা খাড়গের

আরম্ভ ওয়েব ডেস্ক
“চেষ্টা করছি…”: বিহারে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ার সাথে সাথে নীতীশকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা খাড়গের

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তাঁর দল জেডিইউ বিজেপির সাথে হাত মেলানো নিয়ে যেনখবর সেই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “জেডিইউ-র জোট ছাড়ার বিষয়ে তাঁর কাছে কোন তথ্য নেই”। জেডিইউ বর্তমানে বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম শক্তিশালী দল যার লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করা।

এআইসিসি সভাপতি সাংবাদিকদের এই বিষয়ে জানিয়েছেন, “জনতা দল ইউনাইটেড ইন্ডিয়া জোট ছাড়ছে বলে আমার কাছে তথ্য নেই। আমি তাদের কাছে একটি চিঠি লিখেছি। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু নীতীশ কুমারের মনে কি আছে জানি না।”

কংগ্রেস সভাপতি আরও বলেছেন, তিনি আরও তথ্য সংগ্রহ করতে এবং বিহারে কী ঘটছে তা জানতে আগামীকাল দিল্লি যাবেন।

খাড়গে জানিয়েছেন, “আগামীকাল আমি দিল্লিতে যাব এবং এই বিষয়ে সম্পূর্ণ তথ্য নেব। দেখা যাক কী হবে। নীতীশ পদত্যাগ করবেন এমন তথ্য আমাদের কাছে নেই। তিনি রাজ্যপালের সাথে দেখা করার বিষয়ে আমাদের কিছু বলেননি।” শেষে তিনি কিছুটা হতাশার সুরেই সাংবাদিকদের বলেন, “আমার কাছে তো এমন কোনও তথ্য নেই, তাই আপনাদের সঠিক ভাবে এই প্রসঙ্গে কিছুই বলতে পারছি না। তবে দেখা যাক কি হয়।”

আগামীকাল রবিবার বিহারের রাজ্যপালের কাছে নীতীশ কুমার গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বিজেপিকে জোট সঙ্গী করে আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে খবর। নীতিশ কুমার যদি আবার এনডিএতে ফেরেন, তাহলে এটা হবে তাঁর নবম বার বিজেপি সমর্থিত জোটে ফেরা এবং এই ঘটনা অবশ্যই রেকর্ড গড়বে। এই ভাবে বিহারে রাজনৈতিক মন্থন কর্মকাণ্ডে জাতীয় রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিহার সহ জাতীয় রাজনীতির অনেক বড় কর্তার পদের অদলবদল হওয়ার সম্ভাবনাও শুরু হয়েছে নীতীশের রাজনৈতিক অবস্থান বদলের সম্ভাবনাকে ঘিরে । নীতীশ লালু প্রসাদ যাদব ও কংগ্রেসের হাত ছেড়ে নরেন্দ্র মোদির হাত ধরলে বর্তমান বিহারের “মহাগঠবন্ধন” ক্ষমতাসীন জোটের উপর তার একটা বড় প্রভাব অবশ্যম্ভাবী, যার পরিণতিতে বিহার সরকার পরিবর্তনের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। নীতীশ কুমার বুঝিয়ে দিছেন বিহার তো বটেই, জাতীয় রাজনীতিতেও তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য।

লোকসভা নির্বাচনে বিজেপিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলার জন্য কংগ্রেস ইন্ডিয়া জোটের সমস্ত মিত্রদের একই সূত্রে গাঁথে রাখার জন্য লড়াই করছে। খাড়গে বলেছেন যে দল সবাইকে একত্রিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু এরই মধ্যে সেই ইন্ডিয়া জোটের মালা থেকে ঝরে পড়তে চাইছেন কেউ কেউ, যাঁর মধ্যে প্রথম শুকিয়ে যাওয়া ইন্ডিয়া জোটের মালার ফুল হতে চাইছেন নীতীশ কুমার। তবে নীতীশকে শুকনো নয়, তাজা ফুল হিসাবেই এখনও বিবেচনা করে ইন্ডিয়া জোটের মালায় আগলে রাখতে চাইছে কংগ্রেস।

এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি বলেছেন, “সবাইকে একত্রিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এবং সীতারাম ইয়েচুরির সাথে ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলেছি। তাদের বলেছি আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে তবেই আমরা একটি ভাল লড়াই করতে পারব। ইন্ডিয়া জোট ভালভাবে কাজ করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, যাঁরা  এটা চায় তাঁরা নিচয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না।”

এদিকে রবিবার সকাল ১০টায় বিধানসভায় দলের অধিবেশন ডেকেছেন নীতীশ কুমার। এই বৈঠকে তিনি দলের বিধায়কদের আস্থায় এনে, বিজেপির সমর্থন নিয়ে, বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নবমবারের মতো ফের বিহারের মুখ্যমন্ত্রী পদ আনুষ্ঠানিকভাবে দাবি করতে পারেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!