Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৯, ২০২৪

হাড়োয়ায় আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের প্রচারে সুজন, নওশাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
হাড়োয়ায় আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের প্রচারে সুজন, নওশাদ

সুজন চক্রবর্তী ও নওশাদ সিদ্দিকি একসঙ্গে মিছিলে হাঁটলেন হাড়োয়ায়। হাড়োয়া উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে বিশাল মিছিলে শামিল হয়েছিলেন বহু মানুষ। মিছিলের পুরোভাগে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, আইএসএফের চেয়ারম্যান , ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি, সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার প্রমুখ। হাড়োয়ার মল্লিকপুর মোড় থেকে এলাহাবাদ ব্যাঙ্ক মোড় পর্যন্ত মিছিল হয়।মিছিল শেষে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাম ও আইএসএফ নেতারা। সুজন চক্রবর্তী বলেন, ‘‌ বাংলায় এমন কোন প্রকল্প নেই যেখানে লুটের রাজত্ব চলছে না। চাকরি লুট, ঘর লুট, শিক্ষা লুট, রেশন লুট সব লোপাট হচ্ছে। একটা লোপাটের সরকার চলছে। তিনি বলেন, হাড়োয়ায় বামফ্রন্ট আই এসএফকে সমর্থন করছে। প্রার্থী পিয়ারুলকে সকলে চেনে। যুবক ছেলে। ভরসা করার মত ছেলে। তিনি বলেন, তৃণমূলকে যারা ভরসা করেছিল তাঁরা ঠকেছেন। তৃণমূলকে সরিয়ে যারা বিজেপিকে ভরসা করেছিলেন তারা ডবল ঠকেছেন। তৃণমূল –‌ বিজেপি লুটপাট, মারামারি করে । এরা মানুষের কাজ করে না। আমরা মানুষের সঙ্গে থাকি। মানুষ পিয়ারুলকে সমর্থন করবেন।’‌

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, মানুষের উন্নয়নের জন্য তৃণমূল লড়ছে না। সিন্ডিকেট রাজ কার দখলে থাকবে তার লড়াই। তিনি বলেন, এই উপনির্বাচনে সরকারকে উচিত শিক্ষা দিতে হবে। আরজি করে ঘটনা, মেডিকেল দুর্নীতি, শিক্ষা, রেশআবাস চুরি, মিড ডে মিল চুরি করে যে অন্যায় করছে সরকার তাতে একটা ধাক্কা দেওয়া দরকার। এই উপনির্বাচন সরকারকে একটা ধাক্কা দেওয় সুযোগ এসেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!