Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৪, ২০২৩

প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর পরিকল্পনা, আইসিসি–র আপত্তি, লড়াই ঘোষণা উসমান খোয়াজার

আরম্ভ ওয়েব ডেস্ক
প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর পরিকল্পনা, আইসিসি–র আপত্তি, লড়াই ঘোষণা উসমান খোয়াজার

প্যালেস্টাইনের ওপর ইজরায়েলের হানা নিয়ে খেলার মাঠে আগেই দেখা গেছে প্রতিবাদ। বিশ্বকাপ চলাকালীনই ইডেনের গ্যালারিতে যেমন দেখা গিয়েছিল প্যালেস্তাইনের সমর্থনে পোস্টার। তেমনই বিশ্বকাপ ফাইনালে যুদ্ধ বন্ধের আর্জি জানিয়ে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে মাঠে নেমে পড়েছিলেন এক দর্শক। এবার আসরে নেমে পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। প্যালেস্টাইনকে সমর্থন করা নিয়ে তাঁর সঙ্গে জমে উঠেছে আইসিসি–র লড়াই।
বৃহস্পতিবার থেকে পার্থে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। এই টেস্টে প্যালেস্তাইনের সমর্থনে স্লোগান লেখা জুতো পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। জুতোতে তিনি লিখতে চেয়েছিলেন, ‘‌স্বাধীনতা একটা মানবাধিকার। প্রতিটা জীবনের মূল্য সমান।’‌ কিন্তু আইসিসি এই স্লোগান লেখা জুতো পরে তাঁর খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আইসিসি–র এই নিষেধাজ্ঞার পরপরই তিনি এক বার্তায় লড়াই করার কথা ঘোষণা করেছেন।
আইসিসি–র সিদ্ধান্তের কথা জানার পর এক ভিডিও বার্তায় উসমান খোয়াজা বলেছেন, ‘‌আমি জুতোয় যেটা লিখেছি, তা কোনও রাজনৈতিক স্লোগান নয়। কোনও দেশের পক্ষ নিইনি। প্রত্যেক মানুষের জীবন আমার কাছে সমান। একজন মুসলিম, একজন ইহুদিকে আমি যে চোখে দেখি। একজন হিন্দু কিংবা অন্য যে কোনও ধর্মের মানুষকেও আমি সেই চোখে দেখি। যে সব মানুষের কথা বলার অধিকার নেই, আমি তাদের হয়ে কথা বলতে চেয়েছিলাম। যখন হাজার হাজার নিরাপরাধ শিশুকে মরতে দেখি, তখন আমার দুই মেয়ের কথা ভাবি। প্যালেস্তাইনে থাকলে ওদের কী অবস্থা হত, সেটা কল্পনা করেই শিউরে উঠি।’‌
আইসিসি–র সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ে নামার ঘোষণা করে উসমান খোয়াজা বলেন, ‘‌আইসিসি জানিয়েছে, তাদের নিয়মানুযায়ী ওই জুতো পরে খেলতে পারব না। কারণ, ওই জুতোতে রাজনৈতিক স্লোগান লেখা রয়েছে। আমার মনে হয় না, ওটা কোনও রাজনৈতিক বিবৃতি। একটা মানবিক আবেদন। আইসিসি–র সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। চেষ্টা করব ওই জুতো পরে খেলার। কারণ, স্বাধীনতা মানবিক অধিকার।’‌ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, দল খোয়াজার পাশেই রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!