Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৩, ২০২৩

ঘুর্ণিঝড় গ্যাব্রিয়েলে বিপর্যস্ত উত্তর নিউজিল্যান্ড, ৪৬০০০ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। গোটা দেশে জরুরি অবস্থা জারির পথে হাঁটতে পারে হিপকিন্স প্রশাসন

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘুর্ণিঝড় গ্যাব্রিয়েলে বিপর্যস্ত উত্তর নিউজিল্যান্ড, ৪৬০০০ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।  গোটা দেশে জরুরি অবস্থা জারির পথে হাঁটতে পারে হিপকিন্স প্রশাসন

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিয়ে উদ্বিগ্ন নিউজিল্যান্ড সরকার। বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল। প্রায় ৪৬০০০ বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন । বেশ কয়েকটি জায়গায় জারি হয়েছে দুর্যোগকালীন জরুরি অবস্থা।পরিস্থিতি মোকাবিলায় তৎপর দেশের প্রশাসন।

আবহবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়টি এ মুহুর্তে দেশের নর্থ আইল্যান্ড অঞ্চলে অবস্থান করছে।নিউজিল্যান্ডের আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান মেটসার্ভিসের তথ্য অনুযায়ী, অকল্যান্ডের উত্তরাঞ্চলে ওয়াংগারেই শহরে গত ১২ ঘণ্টায় ১০০.৫ সেমি বৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্যাব্রিয়েলের প্রভাবে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ব্যাপারে ইতিমধ্যেই দেশবাসীকে সতর্ক করেছে প্রশাসন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান চলাচল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অকল্যাণ্ড ও নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের পাঁচটি জায়গায় আপৎকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। খুব দরকার না থাকলে মানুষকে বাইরে বেরোতে নিষেধ করেছে প্রশাসন। সোমবার সরকারি সূত্রে জানানো হয়েছে, গ্যাব্রিয়েলের কারণে গোটা দেশে জরুরি অবস্থা জারি করার ব্যাপারে ভাবনা চিন্তা করছে সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!