- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৫, ২০২৪
প্রজ্ঞানন্দর সঙ্গে ড্র করে ক্যান্ডিডেটস দাবায় নেপোমোনিয়াচ্চির সঙ্গে যুগ্মশীর্ষে ডি গুকেশ

নবম রাউন্ডে প্রথম থেকেই সমানে সমানে লড়াই। একে অপরকে বিন্দুমাত্র জায়গা ছাড়েননি ভারতের দুই গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ও রমেশবাবু প্রজ্ঞানন্দ। ৪১ চালের পর অবশেষে দুজনই ড্র–য়ের রাস্তায় হাঁটেন। প্রজ্ঞানন্দর সঙ্গে ড্র করে ক্যান্ডিডেটস দাবায় নবম রাউন্ড শেষে ইয়ান নেপোমোনিয়াচ্চির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ।
সপ্তম রাউন্ডে ধাক্কা খেতে হয়েছিল ডি গুকেশকে। ফরাসি গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোজার কাছে হেরে এককভাবে শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করেন। অস্টম রাউন্ডে আবার দারুণভাবে ঘুরে দাঁড়ান। হারান বিদিত গুজরাটিকে। নবম রাউন্ডে প্রজ্ঞানন্দর সঙ্গে ড্র করে নেপোমোনিয়াচ্চির সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থান ধরে রাখলেন। অন্যদিকে, অস্টম রাউন্ডে ডি গুকেশের কাছে হার স্বীকার করা বিদিত গুজারাটি নবম রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন। তিনি হারিয়েছেন বিশ্বের ৩ নম্বর দাবাড়ু হিকারু নাকামুরাকে। ৯ রাউন্ডে এটি তৃতীয় জয় বিদিত গুজরাটির।
এই ড্রয়ের ফলে হিকারু নাকামুরা, ফাবিয়ানো করুনার সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন বিদিত গুজরাটি। তিনজনেরই পয়এনৃট ৪.৫। ৫.৫ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ডি গুকেশ ও ইয়ান নেপোমোনিয়াচ্চি। ৫ পয়েন্টে এককভাবে দ্বিতীয় স্থানে রমেশবাবু প্রজ্ঞানন্দ। ৩.৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে আলিরেজা ফিরোজা। ৩ পয়েন্টে পঞ্চম স্থানে নিজাত আবাসভ। অন্যদিকে, মহিলেদের বিভাগে আবার হার আর বৈশালী ও কোনোরু হাম্পির।
❤ Support Us