- দে । শ
- নভেম্বর ২৬, ২০২২
বয়স ১২৬ বছর ৩ মাস। ক্ষয়হীন, অসুখহীন স্বামী শিবানন্দ কি বিশ্বের প্রবীনতম নাগরিক ?

বিস্ময়কর জীবন। বিস্ময়কর আয়ু। ১২৬ বছর ৩মাসের প্রবীন স্বামী শিবানন্দের। শক্তপোক্ত চেহারা। হাঁটাচলা স্বাভাবিক। শনিবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা করাতে এসে চমকে দিয়েছেন চিকিৎসক আর নার্সদের। বয়সজনিত অসুখও সেরকম প্রশ্রয় পায়নি তাঁর দেহে। স্বাস্থ্যরক্ষায়, খাদ্যাভাসে সতর্ক। প্রতিটি ইন্দ্রীয় সচল। নিয়মিত যোগ ব্যায়াম করেন। খাওয়া দাওয়া পরিমাণ মতো। দুশ্চিন্তাহীন। জন্ম, বাংলাদেশের সিলেটে, ১৮৯৬ সালের ৮ আগস্ট। ছোটবেলা মা বাবা ও বোনকে হারান। ১৯৭৯ সালে চলে যান বেনারসে। তখন থেকে ওখানে তাঁর স্থায়ী বসবাস। নিয়মিত দিনযাপন। ঘুম থেকে উঠে পড়েন রাত আড়াইটায়। ঠিক দুঘন্টা পায়চারি করেন। মন্ত্রপাঠ আর যোগচর্চায় ভোর পর্যন্ত সময় বরাদ্দ। নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন। সর্বাঙ্গাসন, পবন মুক্তাসনের পর শুরু হয় সূর্যনমস্কার। এভাবেই তাঁর দিনের আরম্ভ, এভাবেই শতাব্দী পেরিয়ে, সিকি শতাব্দী অতিক্রান্ত। যাপনে ক্লান্তি নেই। অভ্যাসে বিরাম নেই।
খাওয়া দাওয়ার তালিকায় সেদ্ধ ভাত, সেদ্ধ সবজি। পরিমাণ কম। জল সেবন নিয়ম মাফিক। চিকিৎসকদের পরামর্শে ফি বছর কলকাতায় আসেন চিকিৎসার জন্য। বিশেষ মেডিক্যাল টিম তাঁর তদারকি করে। এবারে ৮ জন চিকিৎসক তাঁকে দেখেছেন। সবাই সংশয়হীন, চমৎকার স্বাস্থ্য। নীরোগ।
দিনকয়েক আগের কথা। আফ্রিকার একটি সংস্থা স্বামী শিবানন্দকে পিস অ্যাওয়ার্ড পুরস্কার দিয়েছে। কলকাতা প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে। পদ্মশ্রী পুরষ্কারেও তিনি সম্মানিত হয়েছেন। স্বাভাবিক একটি প্রশ্ন।, স্বামী শিবানন্দ কি এই মুহূর্তে বিশ্বের প্রবীনতম নাগরিক। হতেও পারেন। দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন। বঙ্গভাগ দেখেছেন। সিলেটের গণভোটেরও সাক্ষী। দেখেছেন ভাষা আন্দোলন, বাংলাদেশে পাকসেনার গণহত্যা আর ৯ মাসের মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বরের মহান বিজয়।
❤ Support Us