Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩১, ২০২৪

তাপপ্রবাহে দেশে প্রাণ হারলেন ৫৪। জলসঙ্কট মেটাতে শীর্ষ আদালতের দ্বারস্থ রাজধানী

আরম্ভ ওয়েব ডেস্ক
তাপপ্রবাহে দেশে প্রাণ হারলেন ৫৪। জলসঙ্কট মেটাতে শীর্ষ আদালতের দ্বারস্থ রাজধানী

দিল্লিতে চলছে সর্বকালীন রেকর্ড ভাঙা তাপপ্রবাহের সম্মুখীন রাজধানী দিল্লি। এরমধ্যে দেখা দিয়েছে তীব্র জলকষ্ট। বিভিন্ন এলাকায় জল সরবরাহকারী ট্যাঙ্ক পাঠিয়েও ঘাটতি মেটানো সম্ভব হচ্ছেনা। এমতাবস্থায় , আম আদমি পার্টি শাসিত সরকার এক মাসের জন্য হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে অতিরিক্ত জল সরবরাহের আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টকে।

পিটিশনে বলা হয়েছে, প্রচণ্ড গরমের মধ্যে দিল্লিতে জলের প্রয়োজনীয়তা বেড়েছে।এই পরিস্থিতিতে দেশের রাজধানীর পাশে সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।

দিল্লির বেশ কিছু এলাকায় যেমন চানক্যপুরির সঞ্জয় ক্যাম্প, গীতা কলোনি প্রভৃতি পানীয় জলের কষ্ট সবচেয়ে বেশি। তীব্র তাপপ্রবাহের মধ্যেই বাসিন্দারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন, শুধু একফোঁটা জলের প্রত্যাশায় । বেশীরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জলের ট্যাঙ্ক এসেও এলাকার বিপুল সংখ্যক বাসিন্দাদের চাহিদা পূরণ না করতে পেরেই ফিরে যাচ্ছে।

দিল্লিতে জলসঙ্কট তাপপ্রবাহকে সঙ্গী করেই এসেছিল । রাজধানীতে তখন সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি ।

আবহাওয়া দফতর অবশ্য ‘আষাঢ় বাণী’ শোনাতে পারছেনা। বরঞ্চ তাদের বক্তব্য খুব শীঘ্র তাপপ্রবাহ থেকে মুক্তি নেই দিল্লির । রাজধানীর বাসিন্দাদের উদ্দেশ্যে তাদের একমাত্র নিদান, ‘প্রচুর জল পান করুন, শরীরে জলের ঘাটতি পূরণ করুন। ‘

শরীরে জলের ঘাটতির থেকেও রোজকার প্রয়োজনীয় জলের ঘাটতিজনিত দুর্ভোগ কবে মেটে সেদিকেই তাকিয়ে যমুনা পাড়ের বাসিন্দারা।

প্রচন্ড দাবদাহে ইতিমধ্যেই মধ্য, পূর্ব, উত্তর ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তে ৫৪জন প্রাণ হারিয়েছেন । তাপপ্রবাহের মধ্যেই ৩১ মে থেকে পয়লা জুন অবধি দিল্লি, চন্ডীগড়, হরিয়ানা সহ একাধিক অঞ্চলে ধুলোঝড়ের পূর্বাভাসের কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর । অন্যদিকে উত্তরপূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!