- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৫, ২০২৩
সুযোগ পেলেই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করতেন ব্রিজভূষণ! আদালতে দাবি দিল্লি পুলিশের

আবার চরম বিপাকে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ আদালতকে জানিয়েছে, সুযোগ পেলেই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করতেন এই বিজেপি সাংসদ। এই ব্যাপারে সুস্পষ্ট প্রমান পাওয়া গেছে, আদালতের শুনানিতে এমনই দাবি করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ আদালতকে জানিয়েছে, নির্যাতিতা মেয়েটি কোনও প্রতিক্রিয়া দিয়েছে কিনা সেটা প্রশ্ন নয়। আসল ঘটনা হল, মেয়েটির প্রতি অবিচার করা হয়েছে কিনা। এই প্রসঙ্গে তাজিকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময়ে একটা ঘটনার কথা উল্লেখ করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, অন্য একজন মহিলা কুস্তিগীর দাবি করেছিলেন যে, ব্রিজভূষণ শরণ সিং অনুমতি ছাড়াই তাঁর শার্ট পেটের ওপরে তুলেছিলেন এবং তাঁর পেট খারাপভাবে স্পর্শ করেছিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশের এই বিস্ফোরক তথ্য প্রবল অস্বস্তিতে ফেলেছে বিজেপি সাংসদকে।
চলতি বছরের জানুয়ারিতে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তারের দাবিতে প্রথম ধর্নায় বসেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, সঙ্গীতা ফোগট এবং বজরং পুনিয়ার মতো কুস্তিগীররা। জানুয়ারিতে ধর্নার পরেই সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, ব্রিজভূষণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু মার্চ মাস পার হওয়ার পরেও সরকারের তরফে কোনও হেলদোল দেখা যায়নি।
এরপর ২৩ এপ্রিল থেকে আবার ধর্না শুরু করেন কুস্তিগীরা। যা নিয়ে উত্তাল হয় গোটা দেশ। তারপর ২৮ এপ্রিল দিল্লি পুলিশ এই এফআইআর নথিভুক্ত করে। অভিযোগ, সাহায্যের বিনিময়ে যৌনতা দাবি করতেন ব্রিজভূষণ। বিভিন্ন সময় মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করতেন বলে বলে অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে। আদালতে মামলা চলছে। মামলার পরবর্তী শুনানি হবে ৭ অক্টোবর।
❤ Support Us