Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩, ২০২৩

তৃণমূলের সভা ঘিরে দিল্লির যন্তরমন্তর দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের সভা ঘিরে দিল্লির যন্তরমন্তর দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ

২৭ জন তৃণমূল নেতা যন্তরমন্তরে আজ মঙ্গলবার রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। প্রথম বক্তা সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষ বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঝে তৃণমূলের সাংসদ, মন্ত্রী,বিধায়করা বক্তব্য রাখবেন। তবে যন্তরমন্তর নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় ।ড্রোন দিয়ে চলছে নজরদারি। তৃণমূলের তরফে একটি মঞ্চ বানানো হয়েছে। তাতে কোনও নেতানেত্রীর মুখের ছবি নেই। শুধু রাজ্যের প্রাপ্য আদায়ের দাবির কথা লেখা একটি ফ্লেক্স মঞ্চে লাগানো হয়েছে। মঞ্চের সামনে চেয়ার রাখা হয়েছে। এখানে নেতা-মন্ত্রী-তৃণমূল কর্মীদের বসার জায়গা রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে যন্তরমন্তরে ঠিকঠিক করছে পুলিশ। বিরাট গার্ডরেল দিয়ে পুরো এলাকাটিকে দুর্গের মতো করে ঘিরে ফেলা হয়েছে। যত চেয়ার পাতা হয়েছে তার চাইতে বেশি পুলিশ রয়েছে সেখানে। সোমবার রাজঘাটে যে নিরাপত্তা নিয়েছিল পুলিশ তার চাইতেও বেশি নিরাপত্তা রয়েছে যন্তরমন্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “মঙ্গলবার দুপুর একটায় সভা শুরু হয়ে বিকেল পাঁচটায় সভা শেষ হবে। তার পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!