- এই মুহূর্তে
- এপ্রিল ৩০, ২০২২
শীঘ্রই ভারতে ডেঙ্গির টিকা, ট্রায়াল পক্রিয়ায় ব্যস্ত সিরাম, প্যানাসিয়াম

সুসংবাদ। ডেঙ্গির টিকা তারিতে ভারতের সাফল্য শ্রীঘ্রই । এমসিআইআর -এর সূত্রের খবর, আগামী বছরের মে মাসের মধ্যে বাজারে টিকাটি আসবে। সিরাম ইন্সটিটিউট ও প্যানাসিয়াম বায়োটেকের উদ্যোগে নির্মিত হবে এই টিকা । দুই, ওষুধ প্রস্তুতকারী সংস্থা এ ব্যাপারে আই সি এম আর এর সঙ্গে চুক্তি করেছে। আপাতত ট্রায়াল প্রোটোকলের প্রক্রিয়া চলছে। এটি চূড়ান্ত হলে, সেন্ট্রাল ড্রাগ অ্যাসোসিয়শনের কাছে পাঠানো হবে। তারা ছাড়পত্র দিলেই নিয়মকানুন পরীক্ষা করে ডেঙ্গু টিকা বাজারজাত করা হবে ।
❤ Support Us