- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ২৩, ২০২২
জমিদাতাদের চাকরি , টাকা, পুনর্বাসন… দেউচা পাঁচামি নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় বললেন, ‘দেউচা পাঁচামিতে লক্ষাধিক চাকরি হবে । জমির বদলে জমি দেওয়া হবে। জমিদাতাদের চাকরি, টাকা দেওয়া হবে। পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ । জমির দাম দ্বিগুণ দেওয়া হবে । জনজীবনকে সুবিধা দিতে দেউচা পাঁচামিতে স্কুল, রাস্তা তৈরি করে দেওয়া হবে । আজ ৬ জন জমিদাতাকে চাকরির নিয়োগপত্র, ক্ষতিপূরণের টাকা দেওয়া হল । দেউচায় কেউ বঞ্চিত হবেন না । শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন জমিদাতাদের পরিবারের একজন ।
মুখ্যমন্ত্রী কথায়, বাংলায় শিল্প আনাই লক্ষ্য । দেউচা পাঁচামিতে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে । ৪,৩০০ জন জমিদাতা আছেন । ১,৬০০ জনকে জমির পাট্টা, ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে গেছে । জঙ্গলমহলে ৭২,০০০ কোটি টাকার প্রকল্প আনা হচ্ছে। ‘২০০-র বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন হবে । দেশের বাইরে থেকে যাঁরা আসবেন তাঁদের স্বাগত । কোনও পরামর্শ থাকলে রাজ্যকে দিন ।
❤ Support Us