- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ১৮, ২০২৪
সপ্তাহান্তের বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণ

সপ্তাহের শেষে ভাসবে দক্ষিণবঙ্গ। কারণ বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে শনিবার ও রবিবার প্রবল বৃষ্টিপাত হবে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলি।
আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাষ অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শুক্রবার থেকে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ সৃষ্টি হবে। ফলে শনিবার প্রবল বৃষ্টিপাত হবে সারা রাজ্যে। আগামী ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস।
আগামী রবিবার ২১ জুলাই। তৃণমূলের সভাও প্রবল বৃষ্টির সম্মুখীন হবে। ওইদিন দক্ষিণের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুতসহ দফায় দফায় বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া দফতর।৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও লালমাটির জেলাগুলিও ভিজবে বৃষ্টিতে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
কলকাতায় বৃহস্পতিবারের আকাশ অংশত মেঘলা । বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কলকাতার আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ° সে (ডিগ্রি সেলসিয়াস)।
উত্তরবঙ্গে শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা কম । শনিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এছাড়া জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গে আগামী শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাষে আশঙ্কার প্রহর গুনছে উত্তরবঙ্গ।
❤ Support Us