Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে স্মৃ | তি | প | ট
  • মার্চ ১৪, ২০২৩

মারা গেলেন ‘‌ফসবারি ফ্লপ’‌–এর জনক ডিক ফসবারি

আরম্ভ ওয়েব ডেস্ক
মারা গেলেন ‘‌ফসবারি ফ্লপ’‌–এর জনক ডিক ফসবারি

মারা গেলেন হাই জাম্পের কিংবদন্তি ডিক ফসবারি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অলিম্পিকে সোনা জয়ী এই অ্যাথলিট পেছনের দিকে লাফ দিয়ে হাই জাম্পে বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর এই লাফ হাই জাম্পের ইতিহাসে ‘‌ফসবারি ফ্লপ’‌ নামে স্মরণীয় হয়ে রয়েছে। অ্যাথলেটিক্স মহলে ‘‌ফসবারি ফ্লপ’‌ দারুন জনপ্রিয়।
১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিকে হাই জাম্পে স্বর্ণপদক জিতেছিলেন ডিক ফসবারি। অলিম্পিকে তাঁর কৌশলটি ছিল ‘‌ব্যাক ফার্স্ট লাফ’‌। ২.‌২৪ মিটার অর্থাৎ ৭.‌৪ ফুট লাফ দিয়ে তিনি অলিম্পিকে রেকর্ড করেছিলেন। এবং তাঁর এই লাফ হাই জাম্পকে চিরতরে বদলে দেয় ডিক ফসবারির এই ব্যাক ফার্স্ট লাফ কৌশলটি এখন সব হাই জাম্পারই ব্যবহার করেন।
ডিক ফসবারির মৃত্যুতে আন্তর্জাতিক ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক বলেছেন, ‘‌ডিক ফসবারি একজন অসামান্য অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে চিরকাল স্মরণে থাকবেন।’‌ মার্কিন প্রিন্টার মাইকেল জনসন বলেছেন, ‘‌ডিক ফসবারি একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন। তিনি একটা সম্পূর্ণ ইভেন্টকে এমন একটা কৌশল দিয়ে চিরতরে পরিবর্তন করেছিলেন, যা আজও স্মরণীয় হয়ে আছে। সেই সময়ে ওকে সবাই পাগল বলেছিল। কিন্তু তাঁর এই পাগলামি ডিক ফসবারিকে আদর্শ করে তুলেছে।’‌


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!