- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২২, ২০২৪
চাঞ্চল্যকর খবর । কলকাতার নিউ টাউনে বাংলাদেশি সাংসদের টুকরো টুকরো দেহ । ঝিনাইদহের এমপির বাড়ির সামনে আওয়ামি লিগের বিক্ষোভ
নেপথ্যের রহস্য কী ? ঢাকা পুলিশের সন্দেহ ,ঘটনার সঙ্গে সোনা পাচার কি জড়িত?

কলকাতার নিউ টাউনে মিলল বাংলাদেশি সাংসদ আনোয়ারউল আজিম আনারের দেহ । ক্ষত বিক্ষত দেহটি খুঁজে পাওয়া গেছে তাঁর নিজের ভাড়া বাড়ি থেকে। মিলেছে আরও একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ । কেন এইভাবে পাওয়া গেল ওই ৫৬ বছর বয়সী সাংসদের মৃতদেহ, সে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামি লিগের সাংসদ আনোয়ারউল আজিম আনার ১২ মে কলকাতায় আসেন চিকিৎসার জন্য । এখানে তিনি আশ্রয় নিয়েছিলেন তাঁর বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। দুই দিন পর তিনি ডাক্তার দেখানোর জন্য বেরোন। কথা ছিল বিকেলেই ফিরে আসবেন, অথবা ফিরবেন পরের দিন । কিন্তু তা হয়নি। আচমকা নিরুদ্দেশ হয়ে যান তিনি। তাঁর সাথে মোবাইলেও যোগাযোগ করা যায়নি। উদ্বিগ্ন গোপাল বাবু কলকাতা পুলিশের দ্বারস্থ হন। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হলে , রহস্য ঘনিয়ে উঠতে শুরু করে। পুলিশ জানিয়েছে , নিউ টাউনের ‘সঞ্জীবা গার্ডেন’ নামক আবাসনের একটি ফ্ল্যাট থেকে ওই সাংসদের মৃতদেহ পাওয়া গিয়েছে । ফ্ল্যাটটির মালিক একজন আবগারি আধিকারিক।
ঢাকার ইন্সপেক্টর জেনারেলের মতে,এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে সোনা পাচারজনিত দুর্নীতি । সাংসদের আপ্ত সহায়ক আব্দুর রউফ বলেছেন, সফরের প্রথম দুই দিন আজিম তাঁর পরিবার ও দলের সাথে যোগাযোগ করেননি । তৃতীয় দিন থেকে সমস্ত যোগসূত্র ছিন্ন হয়ে যায়।এমনকি হোয়াটসঅ্যাপে একাধিক মেসেজ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু ১৬মে রউফের ব্যক্তিগত ফোনে আজিমের নম্বর থেকে একবার ফোন করা হয় । কিন্তু তা ধরার আগেই কেটে যায়। রুউফ তাঁকে ফোন করলে আর তাঁর সাথে যোগাযোগ করা যায়নি। গত রবিবার সাংসদের কন্যা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দফতরে গিয়ে বাবার নামে নিখোঁজ ডায়রি করেন। তারপর আজকের এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত তাঁর পরিবার।
বাংলাদেশি সাংসদের রহস্যমৃত্যুর তদন্ত করছে বাংলাদেশের হাইকমিশন ও কলকাতা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ‘সঞ্জীবা গার্ডেন’ আবাসনের সিসিটিভি ফুটেজ। ৫৬ বছরের সাংসদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানিয়েছেন। তাঁরা এখন ভারতীয় ভিসার অপেক্ষায় আছেন। আওয়ামি লিগে তাঁর অনুগামীরা বাংলাদেশে তাঁর বাড়ির সামনে এই ঘটনার তদন্তের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন।
❤ Support Us